প্রাগ: এ মরসুমটা প্রিমিয়ার লিগে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (West Ham United)। তবে ইউরোপে গোটা মরসুমেই ভাল পারফর্ম করেছে ডেভিড ময়েজের (David Moyes) ছেলেরা। মরসুম শেষে তার সুফলও পেলেন তাঁরা। ৪৩ বছর পর বড় কোনও খেতাব জিতল হ্যামার্সরা। নিজের কেরিয়ারের প্রথম খেতাব জিতলেন ময়েজ। তাও একেবারে ৯০ মিনিটের মাথায় রুদ্ধশ্বাস ভঙ্গিমায়। ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগ (UEFA Conference League 2023) খেতাব নিজের নামে করল ওয়েস্ট হ্যাম।
রুদ্ধশ্বাস জয়
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে সাইদ বেনরামার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৬২ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করেন বেনরামা। পেনাল্টি বক্সের মধ্যে ফিওরেন্টিনার অধিনায়ক ক্রিশ্চিয়ানো বিরাঘি হ্যান্ডবল করায় ভিএআর রিভিউয়ের পর পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। সেই পেনাল্টি থেকেই গোল করেন বেনরামা। কিন্তু এই লিড দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরেই জিয়াকোমো বনাভেন্তুরা ফিওরেন্টিনাকে সমতায় ফেরান। নিকোলাস গঞ্জালেসের একটি হেডার নিজেদের দখলে আনেন বনাভেন্তুরা। এরপরেই তাঁর ডান পায়ের গোলমুখী শট দুই হ্যামার্স খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে জড়িয়ে যায়।
ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ওয়েস্ট হ্যামকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতান জ্যারোর্ড বেয়োন। আট মিনিট ইনজুরি টাইম যোগ করা হলেও, ইতালির ক্লাব ফিওরেন্টিনা ম্যাচে ফিরতে পারেনি। এটি ময়েজের কেরিয়ারের প্রথম খেতাব। ১০৯৭টি ম্যাচের পর প্রথম ট্রফি জিতলেন তিনি। হ্যামার্স কোচ ময়েজও কিন্তু খেতাব জিতে আবেগপ্রবণ। তিনি বলেন, 'আমার সুদীর্ঘ ফুটবল কেরিয়ারে এমন মুহূর্ত খুব বেশি আসেনি।'
বিস্মিত রাইস
এই জয়ের ফলে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ববি মুরের পর মাত্র দ্বিতীয় ওয়েস্ট হ্যাম অধিনায়ক হিসাবে ইউরোপিয়ান ট্রফি তুললেন ডেকলান রাইস। মরসুম শেষেই রাইস ক্লাব ছাড়ছেন বলে জল্পনা তুঙ্গে। সম্ভবত ওয়েস্ট হ্যামের হয়ে নিজের শেষ ম্যাচে ট্রফি জিতে উচ্ছ্বসিত রাইস বলেন, 'যখন জ্যারোর্ড গোলের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন তখন মনে মনে বলছিলাম, এটাই সেরা সময়। তারপর যখন গোলটা হল, তখনকা অনুভূতিটা ব্যক্ত করতে পারব না। আমি এখনও বিস্মিত। এই অভিজ্ঞতাটা দুর্ধর্ষ।'
আরও পড়ুন: লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার