নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, একাধিক রেকর্ড মিতালি, রাজেশ্বরী, ঝুলনদের
বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে শতরান সংগ্রহকারী অধিনায়ক হলেন মিতালি। ৩৪ বছর ২২৪ দিনে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল ভারতের সুপারফাস্ট এক্সপ্রেস ঝুলন গোস্বামী ১ উইকেট নিয়েছেন। এরসঙ্গেই বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ উইকেট সংগ্রহের কৃতিত্বের অধিকারী হলেন তিনি।
১৫ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সেরা পারফরম্যান্স করলেন রাজেশ্বরী। এর আগে একতা বিস্তের ১৮ রানে ৫ উইকেট ছিল সবচেয়ে সেরা।
মহিলা বিশ্বকাপে রানের হিসেবে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। ভারত এর আগে কখনও ১৮৭-র বেশি রানে কোনও দলকে হারায়নি।
মেয়েদের একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্টেফানি টেলর। এবার ১৯ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন মিতালি।
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মিতালি। এই নিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক।
গতকালের ম্যাচে ভারতের মেয়েরা ছয়টি বড় নজির তৈরি করেছেন। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি।
বল হাতে কিউই শিবিরে ধস নামান রাজেশ্বরী। ৫ উইকেট দখল করেন তিনি।
গতকালের ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক মিতালি রাজ ও রাজেশ্বরী গায়কোয়াড়ের। মিতালির ১০৯ রানের অসাধারণ ইনিংসে ভর করে বড় স্কোর করে ভারত।
নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। গতকালের ম্যাচে কিউইদের হারিয়ে একাধিক রেকর্ড গড়লেন ভারতের মেয়েরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -