U19 World Cup: ক্যাপ্টেন যশের অর্ধশতরান, জয় দিয়ে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

U19 World Cup: এদিন টস হেরে যায় ভারত অধিনায়ক যশ ধূল। দক্ষিণ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন যশ। ১০০ বলে দুর্দান্ত ৮২ রানের ইনিংস খেলেন।

Continues below advertisement

গায়ানা: যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। দাদারা প্রোটিয়াদের দেশে গিয়ে টেস্ট সিরিজ হেরে এলেও ভাইরা কিন্তু এক ইঞ্চি জমি ছাড়ল না প্রতিপক্ষকে। প্রথম ম্যাচে ৪৫ রানে জয় ছিনিয়ে নিল ভারতের তরুণরা। অধিনায়ক হিসবে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেললেন যশ ধূল। প্রথমে ব্যাট করে ভারত ২৩২ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

Continues below advertisement

এদিন টস হেরে যায় ভারত অধিনায়ক যশ ধূল। দক্ষিণ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন যশ। ১০০ বলে দুর্দান্ত ৮২ রানের ইনিংস খেলেন। তবে দুর্ভাগ্যজনক রান-আউট হতে হয় তাকে। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন যশ। বাকিদের মধ্যে রশিদ ৩১, নিশান্ত সিন্ধু ২৭, রাজ বাওয়া ১৩ ও কৌশল তাম্বে ৩৫ রান করেন। ভারতের স্কোর ২৩২ ওঠে বোর্ডে। 

জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৮৭ রানই বোর্ডে তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ডেওয়াল্ড ব্রেভিস সর্বাধিক ৬৫ রান করেন। অধিনায়ক জর্জ ৩৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ২৮ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট নেন বাঁ-হাতি স্পিনার ভিকি ওস্তওয়াল। ৪৭ রানে ৪টি উইকেট নিয়েছেন রাজ বাওয়া। ১টি উইকেট রাজবর্ধনের। ম্যাচের সেরাও হয়েছেন ভিকি। 

এবছর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে চারটি কেন্দ্রে। গ্রুপ লিগের ম্যাচগুলি খেলা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গায়ানা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। সুপার লিগের ম্যাচগুলি হবে অ্যান্টিগায়। প্লেটের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।

আরও পড়ুনঃ টেস্টে এই তরুণকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চান গাওস্কর

 
Continues below advertisement
Sponsored Links by Taboola