গল: ১৯৯৩ সালে ম্যাঞ্চেস্টারে শেন ওয়ার্নের (Shane Warne) 'বল অফ দ্য সেঞ্চুরি'র (Ball of the Century) কথা মোটামুটি সকলেই জানেন। তার প্রায় তিন দশক পরে অনেকটা একইরকমভাবে আরও এক লেগ স্পিনার এক অবিস্মরণীয় বলে ব্যাটারের অফ স্টাম্প ছিটকে দিলেন।
উড়ল সেট মেন্ডিসের স্টাম্প
গলে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে চলতি প্রথম টেস্টের চতুর্থ দিনে, সোমবার (১৮ জুলাই) শ্রীলঙ্কার হয়ে ক্রিজে ব্যাট করছিলেন সেট কুশল মেন্ডিস। ৭৬ রান করা হয়ে গিয়েছিল তার। তবে হঠাৎই ইনিংসের ৫৬তম ওভারে ইয়াসির শার (Yasir Shah) এক বল সম্পূর্ণরূপে মেন্ডিসকে পরাস্ত করে। পাকিস্তানি লেগ স্পিনারের বল লেগ স্টাম্পের আশেপাশে পিচ হয়ে অবিশ্বাস্যভাবে মেন্ডিসের অফস্টাম্প উড়িয়ে দেয়। সেট ব্যাটারকে পরাস্ত করে, আউট করতে এমন এক বিশেষ বলেরই তো প্রয়োজন হয়।
শার এই বল সঙ্গে সঙ্গেই কিংবদন্তি শেন ওয়ার্নের কথা মনে করিয়ে দেয়। মাইক গ্যাটিংকে ম্যাঞ্চেস্টারে ১১৯৯৩ সালে এমনই এক বলে মাত দেন ওয়ার্ন। সেই বল লেগ স্টাম্পেরও বেশ খানিকটা বাইরে পিচ করে ইংল্যান্ড তারকার অফস্টাম্প ভেঙে দিয়েছিল। তাই ইয়াসিরের ওই বলের সঙ্গে ওয়ার্নের বলের তুলনা হওয়াটা খুবই স্বাভাবিক বটে।
'বল অফ দ্য সেঞ্চুরি'র সঙ্গে তুলনা
যদিও এই বলটা ২১ শতকের 'বল অফ দ্য সেঞ্চুরি' হবে কি না, তা এখন থেকে বলা একেবারেই সম্ভব নয়, তাও বলতেই হবে, ওয়ার্নের ওই বলের সমতুল্য হওয়ার ক্ষমতা রাখে শার এই 'ম্যাজিক' বল। মেন্ডিসকে আউট করার পাশাপাশি শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে আরও দুইটি উইকেট নেন শা। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো তারকা লেগ স্পিনার কিন্তু তার কামব্যাক ম্যাচে হতাশ করেননি, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: কলম্বোয় উত্তাল পরিস্থিতি, গলেই শ্রীলঙ্কা-পাক দ্বিতীয় টেস্ট