EPFO: ইপিএফ (EPF)অ্যাকাউন্টধারকদের জন্য শীঘ্রই আসতে পারে সুখবর। এবার থেকে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড'-এ টাকা রাখার জন্য পেতে পারেন আরও বেশি সুদ। এবার সেই পথেই হাঁটতে পারে সংগঠন। জেনে নিন, কীভাবে পাবেন এই এই অতিরিক্ত সুদের টাকা। 


EPFO To Increase Investment: কোন সিদ্ধান্তের ভিত্তিতে বাড়বে টাকা  ?
সম্প্রতি EPF-এ সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার পরেই সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। সরকারি-বেসরকারি ব্যাঙ্কে সুদের হার বৃদ্ধির সময় কীভাবে সরকারি জায়গায় সুদের হার কমানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে তারা। যদিও এই হার এবার বৃদ্ধি হতে পারে। শীঘ্রই শেয়ার বাজারে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারে EPFO ​​বোর্ড। যার ফলে আরও বেশি রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। 


EPFO Update: কবে নেওয়া হবে সিদ্ধান্ত ?
সূত্রের খবর, আগামী ২৯-৩০ জুলাই বসবে EPFO বোর্ডের সভা। যেখানে স্টক মার্কেটে সংগঠনের টাকা বিনিয়োগের সীমা বাড়ানোর প্রস্তাব উঠতে পারে। বর্তমানের ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগে অনুমোদন দিতে পারে বোর্ড। বেশি রাটার্নের জন্যই এই পথে হাঁটতে পারে সংস্থা। সেই কারণে অ্যাকাউন্টে আসবে আরও বেশি সুদের টাকা।


EPFO To Increase Investment: সরকারের তরফে পাওয়া গিয়েছে ইঙ্গিত 


লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বলেছেন, ''FIAC, CBT-এর একটি সাব-কমিটি, ইক্যুইটি ও ইকুইটি সম্পর্কিত বিনিয়োগের সীমা ৫-১৫ শতাংশ থেকে ৫-২০ শতাংশ পর্যন্ত বাড়ানো সুপারিশ করেছে।'' যদিও বিভিন্ন ট্রেড ইউনিয়ন শেয়ার বাজারে EPFO-র বিনিয়োগের সীমা বাড়ানোর বিরোধিতা করছে। তাদের মতে, এই বিনিয়োগের ওপর সরকারি গ্যারান্টি পাওয়া যাবে না, ফলে ক্ষতি হতে পারে অ্যাকাউন্টহোল্ডারের।


EPFO Update: ২০ শতাংশ শেয়ারে বিনিয়োগে ক্ষতি হবে ? 
EPFO-এর ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি শেয়ার বাজারে বিনিয়োগের সীমা ২০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে, EPFO ​​তার তহবিলের মাত্র ৫ থেকে ১৫ শতাংশ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETFs) এর মাধ্যমে বিনিয়োগ করে। ইপিএফও ২০২১-২২ সালে ইক্যুইটি অর্থাৎ স্টক মার্কেটে বিনিয়োগ থেকে ১৬.২৭ শতাংশ রিটার্ন পেয়েছে, যা ২০২০-২১ সালে ১৪.৬৭ শতাংশ ছিল।EPFO ১৫ বছরের জন্য নিউক্লিয়ার পাওয়ার বন্ডে বিনিয়োগ করেছে, যার উপর বার্ষিক ৬.৮৯ শতাংশ শতাংশ সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বন্ডগুলি ৭.২৭ শতাংশ থেকে ৭.৫৭ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছে। স্পষ্টতই, ইপিএফও সরকারি বন্ড থেকে কর্পোরেট বন্ডে বিনিয়োগে কম রিটার্ন পাচ্ছে। 2021 সালের মার্চ পর্যন্ত, EPFO-র তহবিল ছিল ১৫.৬৯ লক্ষ কোটি টাকা।



আরও পড়ুন : Virus Attack: এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি