আবু ধাবি: টেস্টে ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট-সংগ্রহকারী হওয়ার বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ। বৃহস্পতিবার আবুধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে এই নজির স্থাপন করেন তিনি।


৩২-বছর বয়সী ইয়াসির কিউয়ি নাইটওয়াচম্যান উইল সমারভিলকে আউট করে ২০০ উইকেটের নজির স্পর্শ করেন। কেরিয়ারের ৩৩তম টেস্টেই এই নজির স্থাপন করেন তিনি। ভাঙেন ৮২ বছর আগে অস্ট্রেলীয় লেগ-স্পিনার ক্ল্যারি গ্রিমেটের তৈরি করা রেকর্ড। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ উইকেট স্পর্শ করতে গ্রিমেট সময় নিয়েছিলেন ৩৬ টেস্ট। এতদিন সেটাই ছিল বিশ্বরেকর্ড।


২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটে ইয়াসিরের। প্রথম টেস্টেই সাত উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই থেকে পাক দলের নিয়মিত সদস্য তিনি। এদিনের বিশ্বরেকর্ড গড়ার আগে টেস্টে ৫০ উইকেট নেওয়া দ্রুততম পাকিস্তানি হওয়ার শিরোপাও পেয়েছিলেন ইয়াসির। মাত্র ৯টি টেস্টে সেই নজির গড়েন। এছাড়া, ১০০ উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় দ্রুত বোলারও ইয়াসির। ১৭টি টেস্টে সেই কীর্তি ছুঁয়ে ফেলেন তিনি।