রিও প্যারালিম্পিক্সে ৪টি পদক জিতেছিল ভারত। এতদিন পর্যন্ত প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২। এবার টোকিও থেকেই শুধু ১৯টি পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। অলিম্পিক্সের মত প্যারালিম্পিক্সেও অভাবনীয় সাফল্য দেশের। ফিরে দেখা ২০২১-এ একনজরে টোকিও প্যারালিম্পিক্সে সেই সাফল্যের খতিয়ান। ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এবার ঝুলিতে পুরে নিয়েছিল ভারত।



শ্যুটিংয়ে অবনী ও সিংহরাজের পদক


প্যারালিম্পিক্সে এবার জোড়া সোনা জিতেছেন শ্যুটার অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম সোনা জেতেন তিনি। এছাড়াও মহিলাদের ৫০ মিটার পিস্তল থ্রি পজিশন এসএইচওয়ান বিভাগে ব্রোঞ্জ জিতে টুর্নামেন্ট থেকে নিজের দ্বিতীয় পদক জিতে নেন অবনী। শ্যুটিংয়ে ছেলেদের মিক্সড ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ভারতের মনীশ নারওয়াল। মিক্সড ৫০ মিটার পিস্তল ইভেন্টে রুপো জয় সিংহরাজ আদানার। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচওয়ান বিভাগে ব্রোঞ্জও জেতেন তিনি।


জ্যাভলিনে দেবেন্দ্রর নজির, সুমিতের সোনা


জ্যাভলিনে সোনা আসে সুমিত আন্টিলের হাত ধরে। প্যারালিম্পিক্সে ছেলেদের জ্যাভলিনের এফ-৬৪ বিভাগে হরিয়ানার তরুণের পদক জয়। অ্যাথেন্স ও রিওতে পদকজয়ী কিংবদন্তী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়াও টোকিওতে নিজের নামের প্রতি সুবিচার করেন। টোকিওতে দেশকে রুপো এনে দেন দেবেন্দ্র। পুরুষদের এফ৪৬ বিভাগে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিংহ গুর্জর।



ব্যাডমিন্টনেও জোড়া সোনা


ব্যাডমিন্টনেও খালি হাতে ফিরতে হয়নি ভারতকে। ছেলেদের সিঙ্গলসের ফাইনালে সোনা জেতেন ৩৩ বছরের প্রমোদ ভগত। সিঙ্গলসে এসএইচসিক্স বিভাগে সোনা জেতেন কৃষ্ণ নাগার। ব্যাডমিন্টনের এসএলফোর বিভাগে রুপো জিতেছেন ভারতীয় শাটলার সুহাস যুথিরাজ। এসএলথ্রি বিভাগের সেমিফাইনালে ব্রোঞ্জ জেতেন মনোজ সরকার।


হাইজাম্পে ৪টি পদক ভারতের 


হাইজাম্পে ভারতের পদকের আশা পূর্ণ করেন প্যারা অ্যাথলিট নিষাদ কুমার। হাইজাম্পের টি৪৭ বিভাগে রুপো জেতেন তিনি। এছাড়া রিওতে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু টি৬৩ বিভাগে হাইজাম্পে রুপো জেতেন। একই বিভাগে দেশকে ব্রোঞ্জ মেডেল এনে দেন শরদ কুমার। টি ৬৪ বিভাগে হাইজাম্পে রুপো জেতেন ১৮ বছর বয়সী প্রবীণ কুমার।



টেবিল টেনিস, তিরন্দাজি ও ডিসকাসেও সাফল্য ভারতের


টেবিল টেনিসে প্যারালিম্পিক্স থেকে দেশকে রুপো এনে দেন ভবানীবেন পটেল। পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ৫৬ বিভাগে রুপো জেতেন যোগেশ কাথুয়ানিয়া। টোকিও প্যারালিম্পিক্সের মঞ্চে তিরন্দাজিতেও সাফল্য এসেছে ভারতের। পুরুষদের রিকার্ভ আর্চারিতে ব্রোঞ্জ মেডেল এনে দেন হরবিন্দর সিংহ।