কলকাতা: ভারত (Team India) বিশ্বকাপ (ODI World Cup) জেতেনি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে ২০২৩ সাল শুভমন গিলের (Shubman Gill) কাছে সোনায় মোড়া। এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ক্রিকেটে ২৯ ম্যাচে ১৫৮৪ রান করলেন ডানহাতি ব্যাটার। চলতি বছরে এত রান বিশ্বের আর কোনও ব্যাটারই করতে পারেননি। শীর্ষে শুভমন। ৬৩.৩৬ গড়ে রান করেছেন। ৫টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ২০৮ রানের ইনিংস।
২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় দু’নম্বরেও ভারতের উপস্থিতি। বিরাট কোহলি। যিনি ২৭ ম্যাচে ১৩৭৭ রান করেছেন। ৭২.৪৭ গড়ে। এক বছরে ৬টি সেঞ্চুরি, আটটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ১৬৬ রানের ইনিংস।
তালিকার তিনে? ফের এক ভারতীয়। মুম্বইয়ের হিটম্যান রোহিত শর্মা। ২৭ ওয়ান ডে ম্যাচে ১২৫৫ রান করেছেন ভারত অধিনায়ক। ২টি সেঞ্চুরি, ৯টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ১৩১।
নিউজিল্যান্ডের ডারিল মিচেল রয়েছেন তালিকায় চার নম্বরে। নিউজ়িল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক। ২০২৩ সালে ওয়ান ডে-তে ২৬ ম্যাচে ১২০৪ রান করেছিলেন। ৫টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি।
তালিকায় পাঁচ নম্বরে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। ২৯ ওয়ান ডে ম্যাচে যিনি ১১৫১ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে।
তালিকায় ছ’নম্বরে পাকিস্তানের বাবর আজ়ম। যাঁকে অনেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। ২৫ ওয়ান ডে ম্যাচে ১০৬৫ রান করেছেন ২০২৩ সালে। ২টি সেঞ্চুরি করার পাশাপাশি ১০টি হাফসেঞ্চুরিও করেছেন।
তালিকার সাত নম্বরে ফের এক ভারতীয়। কে এল রাহুল। ২৭ ওয়ান ডে ম্যাচে এক বছরে ১০৬০ রান করেছেন কর্নাটকের তারকা। ২টি সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।
দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম ২৪ ম্যাচে ১০৩৩ রান করে চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় আট নম্বরে।
২৫ ওয়ান ডে ম্যাচে ১০২৩ রান। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় নয় নম্বরে পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান।
তালিকায় দশে জায়গা করে নিয়েছেন আর এক কিউয়ি, নিউজ়িল্যান্ডের উইল ইয়ং। চলতি বছরে ২৩ ম্যাচে ১০০৪ রান করেছেন। একটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি।
আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে