নয়াদিল্লি: সিঙ্গাপুর ওপেনে দ্বিতীয় ভারতীয় মহিলা শাটলার হিসেবে খেতাব জিতেছেন পি ভি সিন্ধু (P V Sindhu)। কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন (Singapore Open)। চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বমঞ্চে ভারতীয় ব্যাডমিন্টনের মুখ উজ্জ্বল করেছেন ফের। আর এই সাফল্যের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) শুভেচ্ছাবার্তা পেলেন হায়দরাবাদি শাটলার। ২ বারের অলিম্পিক্স (Olympics) পদকজয়ী ভারতীয় শাটলারকে ট্যুইটে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি।


কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?


এর আগে টোকিও অলিম্পিক্সে পদক জিতে ফেরার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সিন্ধু। এবার সিঙ্গাপুর ওপেন জয়ের পর নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, ''পি ভি সিন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি। ওঁ কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব জিতেছে। সিন্ধু আবার প্রমাণ করলেন যে ওঁ সবার থেকে ব্যতিক্রমী ক্রীড়া প্রতিভা। দুর্দান্ত সাফল্য পেয়েছে। এটি দেশের জন্য ভীষণ গর্বের মুহূর্ত। এছাড়াও সিন্ধুর সাফল্যে অনেকেই অনুপ্রেরিত হবে।''


 






গতকাল সিঙ্গাপুর ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই চলতি বছরে নিজের তৃতীয় খেতাব ঘরে তুললেন সিন্ধু। উল্লেখ্য, এর আগে চলতি বছর সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেনে জিতেছিলেন। এবার সিঙ্গাপুর ওপেন জিতে বছরে নিজের তৃতীয় খেতাব ঘরে তুললেন সিন্ধু। এর আগে ২০১৭ সালে শেষবার তেরঙ্গা উড়েছিল সিঙ্গাপুর ওপেনে। সেবার পুরুষদের সিঙ্গলসে বি সাই প্রণীত জয় পেয়েছিলেন ফাইনালে। এরপর ৫ বছর পর ফের একবার ফাইনালে কোনও ভারতীয়র জয়।