মোহালি: চলতি আইপিএলে চেনা ছন্দে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে চলতি মরশুমে প্রথমবার হারের সম্মুখীন হতে হল হায়দরাবাদ সানরাইজার্সকে। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১০৪ রানের মারমুখী ইনিংস খেলার পর তাঁর সাফল্যের কৃতিত্ব দিলেন দলের মেন্টর বীরেন্দ্র সহবাগকে। বললেন, তাঁর এই ব্যাটিংয়ের পিছনে রয়েছে যোগ আর ম্যাসাজ।
তিনি বললেন, চাপমুক্ত থাকতে সহবাগ তাঁকে সাহায্য করেছেন। বীরুর পরামর্শ মেনেই যোগ ও ম্যাসজ বিশেষজ্ঞর দ্বারস্থ হয়েছেন তিনি।
ম্যাচের পর হাসতে হাসতে গেইল বলেছেন, এতে আমার নমনীয়তা বেড়েছে। আমার মনে হয় এই ইনিংসের সাফল্যের পিছনে রয়েছে এই বিষয়টিই। আগামী এক সপ্তাহে আমার ফিটনেস আরও বাড়িয়ে নিতে পারব বলে আশা করছি।
গতকাল ১১ টি ছক্কা ও একটি চারের সাহায্যে ৬৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন গেইল। আইপিএলে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। সবমিলিয়ে টি ২০ তে ২১ তম।
এবার আইপিএলের নিলামে প্রথম দফায় নিলামে ক্রেতা পাননি গেইল। দ্বিতীয় দফায় তাঁকে তাঁর বেস প্রাইসে কেনে পঞ্জাব। আইপিএলে গত মরশুমটা খুবই খারাপ গিয়েছিল গেইলের। ২২.২২ গড়ে মাত্র ২০০ রানই করতে পেরেছিলেন তিনি।
৩৮ বছরের গেইল বলেছেন, অনেকেই ভেবেছিলেন যে, আমার বয়স হয়ে গিয়েছে। কিন্তু আমার কারুর কাছেই কিছু প্রমাণ করার নেই। বিশ্বের যেখানেই গিয়েছি, সেখানেই সমাদর পেয়েছি।