সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে অস্ট্রেলিয়া (Australia) উড়ে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে টুর্নামেন্টে নামার আগে বোলিং বিভাগে একের পর এক চোট আঘাত সমস্য়ায় ফেলেছে রোহিত বাহিনীকে। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোট, এরপর স্ট্যান্ডবাই তালিকায় থাকা দীপক চাহারের ছিটকে যাওয়া চিন্তা বাড়িয়েছে। বিকল্প হিসেবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুররা অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন খুব তাড়াতাড়িই। কিন্তু তবুও একজন তরুণ পেসারকে বিশ্বকাপের স্কোয়াড না দেখতে পেয়ে হতাশ ব্রেট লি (Brett Lee)। তাঁকে দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।


কাকে নিয়ে মুখ খুললেন লি?


আইপিএল থেকে সাড়া জাগিয়ে জাতীয় দলে পা রাখা উমরান মালিককে দেখতে না পেয়ে অবাক হয়েছেন লি। আন্তর্জাতিক স্তরে অভিষেকে খুব একটা নাম করতে পারেননি উমরান। কিন্তু তাঁর ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করা গোটা বিশ্বের নজর কেড়েছেন। লি বলছেন, ''ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারে উমরান মালিক। তার মানে তোমার কাছে যখন বিশ্বের সবচেয়ে সেরা গাড়িটি রয়েছে, আর তা তুমি গ্যারাজে ফেলে রেখেছ, তাহলে সেই গাড়িটি রাখার কী মানে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে অবশ্যই উমরান মালিকের থাকা উচিত ছিল।''


উল্লেখ্য, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিন পেসার। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি।


তবে সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার - শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।


ভারতের মূল দল ৬ অক্টোবর বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিল। রোহিত শর্মারা পারথে আছেন। সেখানে এক সপ্তাহ ধরে প্রস্তুতি শিবির চলছে ভারতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। সেই ম্যাচে ১৩ রানে জিতেছিলেন রোহিতরা। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।