নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেট, বিশেষ করে টি ২০-র রমারমা বাজারে টেস্টের জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী। ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাট পাঁচদিনের টেস্টের ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কিন্তু উঁচুমানের ক্রিকেটারদের পছন্দ কিন্তু টেস্ট ক্রিকেটই। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন। উঠতি ক্রিকেটারদের টেস্টের ওপরই গুরুত্ব দিতে বলেছেন কোহলি।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় একটি অনুষ্ঠানে কোহলি বলেছেন, আমি উঠতি ক্রিকেটারদের একটা কথাই বলতে চাই, পাঁচদিনের খেলার ওপরই বেশি গুরুত্ব দিতে হবে।
কোহলি সাফ জানালেন, বিশ্বে ক্রিকেটের ক্ষেত্রেই টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহুর্তে অস্তিত্বের জন্য টেস্ট ক্রিকেটকে লড়াই চালাতে হচ্ছে। তরুণ প্রজন্মকে টেস্ট ক্রিকেটের ওপরই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই।
অনুষ্ঠানে প্রাক্তন স্পিনার বিষেণ সিংহ বেদী বলেছেন, তাঁদের সময় রঞ্জি ট্রফি ও দলীপ ট্রফিকে জাতীয় টিমে পৌঁছনোর সিঁড়ি হিসেবে দেখত তরুণ ক্রিকেটাররা। আর এখন আইপিএলে একটা লোভনীয় অফার পাওয়ার উপায় হিসেবে দেখতে উঠতি ক্রিকেটাররা। জাতীয় দলে কেউ সুযোগ না পেলে, তার রঞ্জি ট্রফিতে খেলা উচিত। ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি ট্রফি এড়িয়ে যাওয়া খুব দুঃখজনক বলেও মন্তব্য করেছেন বেদী।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টেস্ট ক্রিকেটকেই গুরুত্ব দেওয়া উচিত উঠতি খেলোয়াড়দের, বললেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2017 02:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -