করাচি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান। এরপর তিনি আফগানিস্তানের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছিলেন আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল। তবে ইউনিস এই খবর অস্বীকার করেছেন।


পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। দু দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কও একইভাবে ভাল যাচ্ছে না। পাক সফরে রাজি না হওয়ায় আফগান ক্রিকেট বোর্ডের উপর ক্ষুব্ধ পিসিবি। এই পরিস্থিতিতে ইউনিসের আফগানিস্তানের কোচ হওয়ার খবর ভালভাবে নেয়নি পাক ক্রিকেট মহল।

তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ইউনিস। তিনি বলেছেন, ‘তিন বছর আগে এ বিষয়ে আলোচনা হয়েছিল। সেটা নিয়েই এখন ফের কথা হচ্ছে। কিন্তু এখন আমি আফগানিস্তানের কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হইনি। অবসর নেওয়ার পর ভবিষ্যৎ নিয়ে ভাবব। তবে এখনই আফগানিস্তানের কোচ হওয়ার ইচ্ছা নেই।’