এ বছরের শেষদিকেই বিয়ে করছেন যুবরাজ?
Web Desk, ABP Ananda | 29 Jul 2016 11:06 AM (IST)
নয়াদিল্লি: চলতি বছরের শেষদিকেই ব্রিটিশ বান্ধবী হ্যাজেল কিচকে বিয়ে করতে চলেছেন ক্রিকেটার যুবরাজ সিংহ। একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে, এখনও দিন ঠিক হয়নি। তবে নববর্ষের আগেই বিয়ে সেরে ফেলবেন যুবরাজ। অভিনেত্রী হ্যাজেলের সঙ্গে যুবরাজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে বলিউড ও ক্রিকেট মহলে গুঞ্জন চলছে। গত নভেম্বরে তাঁদের বাগদানের পর থেকে এই জল্পনা বেড়েছে। যুবরাজ মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। তিনি বিয়ের জন্য তৈরি হচ্ছেন। কিছুদিন আগে বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে যুবরাজ বলেছিলেন, তিনি হিন্দু ও শিখ ধর্মের প্রথা মেনে বিয়ে করতে চান। তাঁর অগনিত ভক্তরা এখন সেই দিনের দিকে তাকিয়ে।