কলকাতা: ভারতীয় দলে ঠাঁই না হলেও, তাঁরা যে এখনও ফুরিয়ে যাননি, তা ঘরোয়া টুর্নামেন্টে ফের প্রমাণ করলেন যুবরাজ সিংহ ও হরভজন সিংহ।


রবিবার এই দুই তারকা ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্সের দৌলতে কলকাতায় সঈদ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে সুপার লিগ রাউন্ডের ম্যাচে এলিমিনেটরের (সুপার ওভারের) মাধ্যমে কর্নাটককে হারাল পঞ্জাব।


এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসের মাঠে এক রোমাঞ্চকর ম্যাচে দুলই নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তোলে। পরে, এক-ওভারের এলিমিনেটরে ৬ বলে ১৫ রান তোলে পঞ্জাব। ছক্কা মারেন যুবরাজ ও মনদীপ সিংহ। জবাবে, কর্নাটক ১১ রানই তুলতে সক্ষম হয়।


এদিন ফের একবার পুরনো যুবির ঝলকের দেখা মিলল। স্কোয়ার লেগে দাঁড়িয়ে দুটি দুর্ধর্ষ ক্যাচ নিয়ে একই ওভারে ফিরিয়ে দেন স্টুয়ার্ট বিনি ও সি এম গৌতমকে।


এদিন ব্যাট হাতেও স্বচ্ছল ছিলেন যুবরাজ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। যুবরাজের পাশাপাশি পঞ্জাবের হয়ে উজ্জ্বল ছিলেন হরভজন সিংহও। এদিন তিন নম্বরে নেমে ১৯ বলে ৩৩ রান করেন তিনি। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা।