বার্মিংহাম: বৃহস্পতিবার এজবাস্টনে দেশের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নামছেন যুবরাজ সিংহ। তার আগের দিন সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিরাট কোহলি।

টিম ইন্ডিয়ার অধিনায়ক এদিন বলেন, ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য। যুবি একজন ম্যাচ উইনার। দেশের হয়ে একাধিক বড় টুর্নামেন্ট ও সিরিজ তিনি জিতিয়েছেন। এই পরিসংখ্যান ওর বিপুল প্রতিভার একটা ছোট্ট ঝলক মাত্র।

কোহলি যোগ করেন, ৩০০ ম্যাচ খেলা মুখের কথা নয়। আপনার মধ্যে প্রতিভা, দক্ষতা ও পরিশ্রমের ইচ্ছা থাকতে হবে। আমি ওকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আশা করেন, আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে এক স্মরণীয় ইনিংস উপহার দেবেন যুবি।

তিনি বলেন, আশা করি ও আরও খেলা খেলবে। ওর ম্যাচ-জেতানো ইনিংস উপহার দেবে। আশা করি আগামীকাল ওর জন্য স্পেশাল হবে।