৯ বছর আগেই রোহিতের বিয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন যুবরাজ!
Web Desk, ABP Ananda | 12 Dec 2016 10:41 PM (IST)
নয়াদিল্লি: ক্রিকেটার যুবরাজ সিংহ খেলার মাঠে বহুবার তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি যে ভবিষ্যৎবাণীতেও দক্ষ, সেটা এতদিন কারও জানা ছিল না। সোমবার রোহিত শর্মার ট্যুইটে সে কথা জানা গেল। যুবরাজের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রোহিত বলেছেন, ৯ বছর আগেই তাঁর বিয়ের সফল ভবিষ্যৎবাণী করেছিলেন যুবরাজ। গত বছরের ডিসেম্বরে রিতিকা সজদের সঙ্গে বিয়ে হয় রোহিতের। যুবরাজ সম্প্রতি বিয়ে করেছেন। এই দুই ক্রিকেটারই এখন জাতীয় দলের বাইরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পায়ে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট সারতে এখনও প্রায় এক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে খেলার সুযোগ না পেলেও, হতাশ হয়ে পড়েননি রোহিত। তিনি যুবরাজকে নস্ত্রাদামুসের সঙ্গে তুলনা করেছেন।