‘ইয়ো-ইয়ো’ টেস্টে ব্যর্থ হয়েই বাদ যুবরাজ, রায়না
Web Desk, ABP Ananda | 16 Aug 2017 08:48 PM (IST)
নয়াদিল্লি: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ‘ইয়ো-ইয়ো’ এনডুরেন্স টেস্টে ব্যর্থ হওয়াতেই শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজের দল থেকে বাদ পড়েছেন যুবরাজ সিংহ ও সুরেশ রায়না। বিসিসিআই সূত্রে এমনই খবর। বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, ‘বিপ টেস্টেরই উন্নত সংস্করণ হল ইয়ো-ইয়ো টেস্ট। এই টেস্টে পাশ করতে গেলে ১৯.৫ পয়েন্ট সংগ্রহ করতেই হয়। সেখানে যুবরাজ মাত্র ১৬ পয়েন্ট পেয়েছেন। রায়নাও ১৯.৫ পয়েন্ট পাননি। সেই কারণেই তাঁদের বাদ দেওয়া হয়েছে। ভারতের কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি ও প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ স্পষ্ট করে দিয়েছেন, ফিটনেসের ক্ষেত্রে আপস করা হবে না। ইয়ো-ইয়ো টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গড়ে ২১ পয়েন্ট পান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট, রবীন্দ্র জাডেজা ও মণীশ পাণ্ডে নিয়মিত ২১ পয়েন্ট পান। বাকিরা ১৯.৫ বা তার বেশি পয়েন্ট পান।’ বিসিসিআই-এর এই আধিকারিক আরও বলেছেন, ন’য়ের দশকে মহম্মদ আজহারউদ্দিন, রবিন সিংহ ও অজয় জাডেজার মতো কয়েকজন বাদ দিয়ে বিপ টেস্টে ভারতীয় ক্রিকেটারদের গড় পয়েন্ট থাকত ১৬ থেকে ১৬.৫। কিন্তু এখন স্বয়ং অধিনায়কই ফিটনেসের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। তাই পরিস্থিতি বদলে গিয়েছে। ইয়ো-ইয়ো টেস্টে ২০ মিটার দূরত্বে থাকা দাগের মাঝে দৌড়তে হয় ক্রিকেটারদের। একটি দাগের পিছনে পা রেখে দৌড় শুরু করতে হয়। বিপ শব্দ হলেই ঘুরতে হয়। প্রথমবারের চেষ্টায় একজন ক্রিকেটার সময়ের মধ্যে দুটি দাগ স্পর্শ করতে না পারলে আরও দু বার সুযোগ পান। তবে সেক্ষেত্রে গতি বাড়াতে হবে। এই পরীক্ষার ফল একটি সফটওয়্যারের মাধ্যমে নথিবদ্ধ করা হয়। ফুটবল ও হকিতেও খেলোয়াড়দের ফিটনেস দেখার জন্য এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে।