২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ। খোলামেলা মেজাজের যুবরাজ মজা করতে খুবই পছন্দ করেন। কানাডায় লিগ চলাকালেও তাই করলেন। আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিং ও অ্যাঙ্কর এরিন হল্যান্ডের মধ্যে ইন্টারভিউ চলছিল। এরিন বেন কাটিংয়ের প্রেমিকা।
দুজনের মধ্যে ইন্টারভিউ চলাকালে যুবি সটান এসে ফ্রেমে ঢুকে জানতে চাইলেন, আপনারা বিয়েটা কবে করছেন?
তাঁর এই প্রশ্ন শুনে বেন কাটিং ও এরিন দুজনেই হেসে ফেলেন।
বেন কাটিং ও যুবরাজ এর আগে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
এরিন যুবরাজের প্রশ্নের জবাবটাও নিজস্ব ঢঙেই দিয়েছেন। তিনি বলেছেন, চিন্তা করবেন না, আপনাকে আমাদের বিয়েতে অবশ্যই নিমন্ত্রণ করব।
যুবি ও বেন কাটিং ২০১৬-তে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন। এ বছর তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।