নয়াদিল্লি: তাঁকে জমকালো বিদায়ী সংবর্ধনা দেওয়া হোক, চাননি যুবরাজ সিংহ। তবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক ভেবেছিলেন, প্রাপ্য সম্মান অন্তত পাবেন। যদিও কেরিয়ারের শেষ লগ্নে বোর্ড তাঁর প্রতি অপেশাদার মনোভাব দেখিয়েছিল বলে তোপ দাগলেন যুবি।
একটি সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমি নিজেকে কিংবদন্তি মনে করি না। আমি খুব সততার সঙ্গে খেলেছি। তবে টেস্ট ক্রিকেট বড় একটা খেলিনি। কিংবদন্তি তারা যাদের টেস্ট ক্রিকেটে দারুণ রেকর্ড। কাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে সেটা বোর্ড ঠিক করবে। তবে কেরিয়ারের শেষ দিকে বোর্ডের কাছে যে আচরণটা পেয়েছি তা অপেশাদার। হরভজন সিংহ, বীরেন্দ্র সহবাগ, জাহির খানদের মতো বড় মাপের প্লেয়ারদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করা হয়েছে। অতীতেও এটা দেখেছি আর আমি খুব একটা অবাক হইনি।’
যুবরাজের আর্জি, ‘কেউ ভারতের হয়ে নানা প্রতিকূলতার মধ্যে দীর্ঘদিন খেললে তাকে সম্মান করা উচিত। গৌতম গম্ভীরের মতো কেউ, যে দেশের হয়ে দুটো বিশ্বকাপ জিতেছে, তাদের সম্মান দাও। সুনীল গাওস্করের পর টেস্টে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার সহবাগের সম্মান প্রাপ্য। ভিভিএস, জাহিরেরও।’
দেশের হয়ে ৩০৪টি ওয়ান ডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন যুবরাজ।
জমকালো বিদায় না হোক, কেরিয়ারের শেষ দিকে সম্মান প্রাপ্য ছিল, বলছেন যুবি, বীরু-ভাজ্জি-গম্ভীরদের হয়েও জোরাল সওয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2020 06:36 PM (IST)
দেশের হয়ে ৩০৪টি ওয়ান ডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন যুবরাজ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -