লন্ডন: আবু ধাবি টি ১০ লিগে মরাঠা আরবিয়ানস দলের ভারতীয় আইকন খেলোয়াড় হলেন যুবরাজ সিংহ। দলটির অধিনায়ক থাকছেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়ক লসিথ মালিঙ্গা, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নাজিবুল্লাহ জর্দানকেও ধরে রেখেছে গতবারের সেমি-ফাইনালিস্টরা। আইকন খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন।

এক প্রেস বিজ্ঞপ্তিুতে যুবরাজ জানিয়েছেন, ‘এই নতুন ফর্ম্যাটে যোগ দিয়ে ভাল লাগছে। এই লিগে মরাঠা আরবিয়ানসের হয়ে বিশ্বের কয়েকজন প্রথমসারির ক্রিকেটারের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। রোমাঞ্চকর খেলা হবে। টি ১০ লিগের জন্য এত পরিশ্রম করা হচ্ছে এবং ক্রীড়াপ্রেমীদের এরকম একটি উত্তেজক ফর্ম্যাট উপহার দেওয়া হচ্ছে দেখে ভাল লাগছে।’