মুম্বই: আবারও ব্যর্থ রাজ ঠাকরে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১১০টি আসনে প্রার্থী দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। কিন্তু এগিয়ে রইল মাত্র ১টি আসনে।
আক্রমণাত্মক বক্তৃতা, কৌশলী নির্বাচনী প্রচারের জন্য বরাবর নজর কেড়েছেন রাজ ঠাকরে। কিন্তু তাঁর নির্বাচনী সভার ভিড় ইভিএমে প্রতিফলিত হল না।
২০০৯ সালের বিধানসভা ভোটে রাজ ঠাকরের দল পেয়েছিল ১৩টি আসন। ২০১৪য় সেই আসন কমে দাঁড়ায় ১টিতে।
২০১৯ এ লোকসভা নির্বাচনে এমএনএস না লড়লেও দেশজুড়ে মোদি বিরোধী প্রচারে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রাজ। ভিডিও ক্লিপ দেখিয়ে তাঁর অভিনব নির্বাচনী প্রচার নজর কাড়লেও গেরুয়া শিবিরের বিপরীতে হাওয়া টানতে পারেনি। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ৪২টিতে জয় পায় বিজেপি-শিবসেনা। কিন্তু তখন রাজ ইভিএম কারচুপির অভিযোগ তোলেন।
রাজ দাবি তোলেন, নির্বাচন কমিশন ভোটে ব্যালট পদ্ধতি ফিরিয়ে না আনলে বিধানসভা ভোটে লড়বেন না। এই ব্যাপারে এনসিপি ও কংগ্রেসকেও রাজি করানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তার কথায় আমল দেননি শরদ পওয়ারের দল বা কংগ্রেস।
শেষমেশ নির্বাচনে লড়লেও বিধানসভা ভোটের প্রচারে রাজের সেই আগ্রাসী বক্তৃতা বা আক্রমণাত্মক মেজাজ কোনওটাই চোখে পড়েনি।
ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, সম্প্রতি আইএল অ্যান্ড এফএস সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগে রাজকে জেরা করে ইডি। সেই জন্যই কিছুটা নমনীয় হয়ে গিয়েছেন তিনি।
আবারও ব্যর্থ রাজ ঠাকরে, ১১০টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১টি তে এগিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2019 12:40 PM (IST)
আবারও ব্যর্থ রাজ ঠাকরে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১১০টি আসনে প্রার্থী দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। কিন্তু এগিয়ে রইল মাত্র ১টি আসনে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -