মুম্বই: কয়েকদিন আগে পর্যন্তও ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ওপর ব্যাপক খাপ্পা ছিলেন যুবরাজ সিংহর বাবা যোগরাজ সিংহ। প্রাক্তন এই ক্রিকেটারের অভিযোগ ছিল, ধোনির জন্যই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন যুবি। ধোনির বিরুদ্ধে এতদিন নানা ধরনের মন্তব্য করে এসেছেন যোগরাজ।

গতকাল কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে যুবি-ধোনির ২৫৬ রানের যুগলবন্দীর পর সুর পাল্টে গিয়েছে যোগরাজের। প্রায় তিন বছর বাদে দলে ফিরে একদিনের ক্রিকেটে কেরিয়ারে সর্বোচ্চ ১৫০ রান করেছেন যুবি। ধোনিও সেঞ্চুরি করেন। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে যোগরাজ বলেছেন, ‘উপরওয়ালা ধোনিকে আশীর্বাদ করুন। আমি ওর কাছ থেকে সেঞ্চুরি চাইছিলাম। হ্যাঁ, ধোনিকে আমি ক্ষমা করে দিয়েছি। ও যা করেছে, তা উপরওয়ালার হাতে ছেড়ে দিচ্ছি। ওকে ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমার ও আমার সন্তানদের যারা ক্ষতি করেছে, তাদের আমি সব সময় ক্ষমাই করে দিয়েছি’।

গতকালের ম্যাচ টিভিতে দেখেননি যোগরাজ। কিন্তু খেলার খবর প্রতিমুহূর্তেই রাখছিলেন।

যোগরাজ বলেছেন, এখন তাঁর মেয়ে অ্যামিকে ভবিষ্যতের টেনিস চ্যাম্পিয়ন করে তোলার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

গতকালের ধোনি-যুবির ব্যাটিং সম্পর্কে যোগরাজ বলেছেন, ‘দুজনেই গ্রেট ক্রিকেটার ও ফিনিসার। দুজনকেই ঈশ্বর আশীর্বাদ করুন’।

যোগরাজ বলেছেন, ‘আমার ছেলে যুবি প্রচণ্ড পরিশ্রম করেছে। আমার পুত্রবধূ হ্যাজেল কিচকেও শুভেচ্ছা জানাচ্ছি’।