নয়াদিল্লি: ভারতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিংহ সহ তাঁর দাদা যোরাবর সিংহ ও মা শবনমের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে মামলা। যোরাবরের স্ত্রী তথা টেলিভিশন শো 'বিগ বসে'র প্রতিদ্বন্দ্বী আকাঙ্খা সিংহের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। এই মামলার প্রথম শুনানি হবে ১২ অক্টোবর। শুনানি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন আকাঙ্খা। যদিও তাঁর আইনজীবী স্বাতী সিংহ মামলার সত্যতা স্বীকার করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্বাতী সিংহ বলেছেন যে, আকাঙ্খা যোরাবর, যুবরাজ ও শবনমের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছেন।
যুবরাজকে এই মামলায় টানা হল কেন? এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেছেন, ‘বধূ নির্যাতন যে শুধু শারীরিক নির্যাতনই হবে, তার কোনও মানে নেই। আর্থিক ও মানসিক অত্যাচারও এর সঙ্গে যুক্ত। যোরাবর ও তাঁর মায়ের আচরণে আকাঙ্খা যখন ভুগছিলেন, তখন যুবরাজ নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করেন’।
আইনজীবীর আরও বক্তব্য, ‘যখন যোরাবর ও শবনম আকাঙ্খার ওপর গর্ভবতী হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তখন যুবরাজও তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন’।
গুরুগ্রামে এই মামলা দায়ের করা হয়েছে।
বধু নির্যাতনের মামলা দায়ের যুবরাজের ভাইয়ের স্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2017 01:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -