‘শট কপি করছে’, কোহলি, রাহুল ‘ইয়ংস্টার’, ছবি পোস্ট করে সরস মন্তব্য চাহলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2020 04:16 PM (IST)
ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহলের রসবোধ কারুর অজানা নয়। কখনও কখনও নিজেকে নিয়েও মশকরা করতে ছাড়েন না তিনি। বিশেষ করে নিজের ব্যাটিং নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির একটি কোলাজ পোস্ট করেছেন তিনি।
হ্যামিলটন: ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহলের রসবোধ কারুর অজানা নয়। কখনও কখনও নিজেকে নিয়েও মশকরা করতে ছাড়েন না তিনি। বিশেষ করে নিজের ব্যাটিং নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির একটি কোলাজ পোস্ট করেছেন তিনি। ছবিতে তাঁকে ব্যাট হাতে র্যা ম শট খেলার ভঙ্গিতে দেখা গিয়েছে। ওই কোলাজে রয়েছে অধিনায়ক বিরাট কোহলি ও কেএল রাহুলের একই শট খেলার ছবি। এই ছবি পোস্ট করে চাহল যে ক্যাপশন লিখেছেন, তাতে ফুটে উঠেছে তাঁর রসবোধ। তিনি লিখেছেন, ‘যখন ওরা আমার শট কপি করার চেষ্টা করছে। নেহাত খারাপ নয়, চালিয়ে যাও ইয়ংস্টার্স’।