কলকাতা: আইএসএল-এর ফলে ভারতীয় ফুটবলের উন্নতি হয়নি৷ শনিবার এফসি গোয়ার কোচ জিকোর বিস্ফোরক মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের বোমা ফাটালেন ব্রাজিল ফুটবলের কিংবদন্তি৷


রবিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অ্যাটলেটিকো দি কলকাতার সঙ্গে ড্র করার পর রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়েন জিকো৷ তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ সময়ে খারাপ রেফারিং শেষ করে দিচ্ছে ম্যাচের উত্তেজনাই৷ বিপুল অর্থ খরচ করে বিদেশি রেফারি নমিয়ে এসে আইএসএল-এর ম্যাচ পরিচালনা করে কী লাভ, সেই প্রশ্নও তুললেন জিকো৷ এখানেই শেষ নয়, এভাবে চললে দেশে ফিরে যাওয়ার হুমকিও দিলেন ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা তারকা৷

রবিবার ম্যাচের পর ক্ষুব্ধ জিকো বলেছেন, ‘বাইরে থেকে রেফারি এনে, কি লাভ হচ্ছে! বিদেশি রেফারিদের এই মান! এর থেকে তো ভারতীয় রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনা করা ভাল৷’

এফসি গোয়ার কোচ আরও বলেছেন, ‘আমি ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এখানে এসেছিলাম৷ আমার কাছে অর্থ গুরুত্বপূর্ণ বিষয় ছিল না৷ আমি কী, সেটা দেখাতেও এখানে আসিনি৷ আমার সাহায্য যদি প্রয়োজন না হয়, তাহলে আমার কোনও সমস্যা নেই৷ আমি ব্যাগ গুছিয়ে দেশে ফিরে যাব৷’

জিকোর হাত ধরেই জাপান ফুটবলে তৈরি হয়েছিল নতুন বিপ্লব৷ বিশ্ব ফুটবলে জাপান হয়ে উঠেছিল এক শক্তির নাম৷ সেই জিকো তিন বছর ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকার পর এখন হতাশ ও ক্ষুব্ধ৷ রেফারিং থেকে ভারতীয় ফুটবলের মান উন্নয়ন,  জিকোর একের পর এক আক্রমণে বেকায়দায় আইএসএল৷