মুম্বই: পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেল জিম্বাবোয়ে। বাংলাদেশকে তাদের মাটিতেই হারিয়েছে জিম্বাবোয়ে। দলের কোচ লালচাঁদ রাজপুত বলেছেন, এই জয় তাঁর কাছে দীপাবলির উপহারের মতো।
৫৬ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন, এই জয় অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ। কারণ, বিশ্বের শক্তিশালী দলগুলিকেও বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেতে তীব্র লড়াই করতে হয়। তাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানো আমাদের কাছে বিশাল জয়।
সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্রেন্ডন মাভুতা ও সিকন্দর রাজা মোট সাতটি উইকেট নিয়েছেন। এই সূত্রেই ১৭ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতল জিম্বাবোয়ে।
রাজপুত বলেছেন, দলের জয়ে আমি দারুণ খুশি। এটা আমাকে দীপাবলির উপহার দিয়েছে দল।
তিনি আরও বলেছেন, নতুন করে জিম্বাবোয়ে দলটাকে গড়ে তুলতে হয়েছে। এর আগে কয়েকটি ম্যাচ হারার পর একটা টেস্ট জয় জিম্বাবোয়ের ক্রিকেট বোর্ড, সে দেশের সমর্থকদের কাছে একটা বড় ব্যাপার।
কোচ বলেছেন, দলগত প্রচেষ্টাতেই এই জয় এসেছে। ব্যাটিং বিভাগে প্রত্যেকেই অবদান রেখেছে। তারপর পাটা পিচে বেশ ভালো বোলিং করেছে বোলাররা। পরে স্পিনাররা কার্যকরী ভূমিকা নিয়েছে। দ্বিতীয় ইনিংসেও স্পিনাররাই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
উল্লেখ্য, রাজপুত এর আগে আফগানিস্তান দলের কোচ ছিলেন।