কলকাতা: তিনি ভাইরাল হওয়ার পর থেকেই এবিপি লাইভ বারবার তাঁর ওঠাপড়ার গল্প সবার আগে নিয়ে জানিয়েছে পাঠকদের। দেখিয়েছে একজন প্রতিভাবান ফুটবলারের কষ্টের কাহিনি। পৌলমীর কথা শুনেই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গতকাল দেখাও করেছিলেন তাঁর সঙ্গে। শুক্রবার আইএফএ অফিসে গিয়ে পৌলমী দেখা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে। কী কথা হল?


পৌলমীকে নিজেই ডেকে পাঠিয়েছিলেন আইএফএ সচিব। প্রথম থেকেই বেহালার তরুণীর আর্জি ছিল যাতে একটা চাকরির বন্দোবস্ত হয়ে যায়। এদিন যাবতীয় কাগজপত্র দেখে আইএফএ-র তরফে পৌলমীকে প্রস্তাব দেওয়া হয় বারাসাতের আদিত্য স্কুল অফ স্পোর্টস ও তাদের যে রেনবো ক্লাব সেখানে খেলার সু্যোগ দেওয়া হবে, আর কোচিংয়েরও। তবে সেক্ষেত্রে বাড়ি ছেড়ে সেখানেই থাকতে হবে পৌলমীকে। অন্যদিকে মহমেডান ক্লাবে তরফেও পৌলমীকে কোচিং স্টাফ হিসেবে কাজ করার (৯-১৯ বছর বয়সী ছোটদের যে দল রয়েছে) প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দুটো ক্ষেত্রেই আপাতত নিজের সিদ্ধান্তের কথা জানায়নি পৌলমী। তিনি সময় চেয়েছেন। তবে সূত্রের খবর পৌলমী আইএফএ ও মহমেডান ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন তাঁর যদি একটা সরকারি চাকরির বন্দোবস্ত হয়, তাহলে খুব ভাল হয়। এই বিষয় অবশ্য আইএফএ সচিব এবিপি লাইভকে জানিয়েছেন, সরকারি চাকরি আইএফএ-র তরফে ওভাবে কখনোই দেওয়া সম্ভব নয়।


দেখুন এই ভিডিওটি: https://www.youtube.com/watch?v=nW2BLHbsdGM&t=3s


এবিষয়ে পৌলমীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল এবিপি লাইভ। সরকারি চাকরির বিষয়ে কিছু না বলতে চাইলেও তিনি বলেন, ''দুটো প্রস্তাবই পেয়েছি। একটা আইএফএ অফিস থেকে অন্যটি মহমেডান ক্লাবের তরফে। তবে আমি এখনও কিছু নিশ্চিত ভেবে উঠিনি। ওঁনাদের কাছে একটু সময় চেয়েছি।''


তাঁর সাক্ষাৎকারটি প্রত্য়েকেই দেখেছেন। বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বিদেশেও খেলতে গিয়েছেন। কিন্তু সবই এখন ধূসর অতীত। ভালবাসার ফুটবল ঘরে দুবেলা ভাত জোগাতে পারত না। তাই জোম্যাটো ডেলিভারির কাজ করেন পৌলমী এখন। এবিপি লাইভ ও এবিপি আনন্দে সে খবর সম্প্রচারিত হয়েছে। ভাইরাল হয়েছে। আর তারপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। তাঁরই নির্দেশে জাতীয় মহিলা ফুটবল দলে খেলা পৌলমী অধিকারীকে ডেকে কথা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীকে সামনে পেয়ে ফুটবল গার্লের আর্তি, একটা কাজ চাই, ফিরতে চাই মাঠে। আর পৌলমীকে পাশে বসিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, 'ও আবার খেলবে, পাশে থাকবে সরকার।'