ধেয়ে আসছে ‘বুলবুল’, পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছে প্রশাসন, বললেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Nov 2019 05:25 PM (IST)
ধেয়ে আসছে ‘বুলবুল’। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সাগরদ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে। ক্রমশ তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে শক্তিক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড়ের। আজ সন্ধের পরই ঘণ্টায় সর্বোচ্চ ১২০-১৩৫ কিলোমিটার বেগে তা আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালি জেলার খেপুপাড়ার মধ্যে।
কলকাতা: ধেয়ে আসছে ‘বুলবুল’। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সাগরদ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে। ক্রমশ তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে শক্তিক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড়ের। আজ সন্ধের পরই ঘণ্টায় সর্বোচ্চ ১২০-১৩৫ কিলোমিটার বেগে তা আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালি জেলার খেপুপাড়ার মধ্যে। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে রাজ্য সরকার।বিপর্যয় মোকাবিলায় তৈরি প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছেন, 'প্রশাসন প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। খোলা হয়েছে স্পেশ্যাল কন্ট্রোল রুম। এনডিআরএফর-এসডিআরএফের দল মোতায়েন করা হয়েছে।স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলি থেকে ইতিমধ্যেই ১.২০ লক্ষ মানুষকে সরিয়ে আনা হয়েছে'। মুখ্যমন্ত্রী অযথা আতঙ্কিত না হয়ে সংযত থাকতে ও প্রশাসনের সঙ্গে ত্রান ও উদ্ধারের কাজে সহযোগিতার জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন।