ছবিতে দেখুন: অগ্নিগর্ভ পাহাড়ের বিভিন্ন রাস্তায় সেনার ফ্ল্যাগ মার্চ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2017 09:11 PM (IST)
1
২০০৭-এ শেষবার সেনা নেমেছিল শিলিগুড়িতে।
2
এদিন পাহাড়ের বিভিন্ন রাস্তায় ফ্ল্যাগ মার্চও করতে দেখা যায় সেনাকে।
3
এর পাশাপাশি পাহাড়ে ৩ কলাম সিআরপিএফও মোতায়েন রয়েছে।
4
দার্জিলিংয়ে ৩ কলাম, কালিম্পংয়ে ২ কলাম এবং কার্শিয়ংয়ে ১ কলাম।
5
শুক্রবার পাহাড়ে ৬ কলাম সেনা মোতায়েন রয়েছে।
6
এরপর অতিরিক্ত কয়েক কলাম সেনা চেয়ে পাঠানো হয়।
7
প্রতি কলামে ৪৩ জন করে জওয়ান থাকে।
8
রাতের মধ্যেই দার্জিলিংয়ে নামে ২ কলাম সেনা।
9
বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য সরকারের তরফে সেনা ডাকা হয়।
10
মোর্চার জঙ্গি আন্দোলনে অশান্ত পাহাড়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নামল সেনা।