LIVE UPDATES: উচ্চ মাধ্যমিকে এবার প্রথম দশের মেধাতালিকায় ১৩৭ জন
মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেরও ফলাফল জানতে পারবেন এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন-এ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
27 May 2019 01:01 PM
উচ্চ মাধ্যমিকে প্রথমবার, মেধাতালিকায় ১৩৭ জন
৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ৪ জন
দ্বিতীয় হয়েছে স্বর্ণদীপ সাহা, ঋতম নাথ, মহম্মদ মাসুম আখতার ও অনাতপ মিত্র
তৃতীয় নবগ্রামের বর্ণালী ঘোষ, গোবরডাঙার মৃন্ময় মণ্ডল, মাহেশের সুপ্রিয় শীল, পূর্ব বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী
দ্বিতীয় তন্ময় মাইকাপ
দ্বিতীয় বিধাননগরের সংযুক্তা বসু
যুগ্ম প্রথম শোভন মণ্ডল ও কোচবিহারের রাজর্ষি বর্মন
কলা বিভাবে প্রথম হয়েছে রাকেশ দে, নম্বর ৪৯২
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে শোভন মণ্ডল, নম্বর ৪৯৮
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে শোভন মণ্ডল, নম্বর ৪৯৮
মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের ফলও জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট থেকে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল। মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেরও ফলাফল জানতে পারবেন এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন-এ। বেলা ১১টা থেকে এবিপি আনন্দ-র হোম পেজে যান। ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল-২০১৯’-এই পাতায় ‘ফল দেখুন’-এ ক্লিক করুন। যে পাতাটি খুলবে সেখানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করুন। সাবমিট করলেই পেয়ে যাবেন উচ্চমাধ্যমিকের ফলাফল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -