রাজ্যের বন্যা-চিত্র...
বাঁধ ভেঙে দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জলে ভাসল হুগলির বিস্তীর্ণ এলাকা।
কংসাবতীর জলে প্লাবিত পাঁশকুড়া। ত্রাণ শিবিরে ভিড় দুর্গতদের।
মুর্শিদাবাদে জলের তোড়ে ভেসে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু।
দামোদরের জল হু হু করে ঢোকায় প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বিভিন্ন গ্রামে।
বাঁধ ভেঙে দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জলে ভাসল হুগলির বিস্তীর্ণ এলাকা।
বাঁকুড়ার বড়জোড়ার কাছে ব্যারাজের জলে বার্নপুরের বাসিন্দার দেহ।
নদীবক্ষ থেকে বেপরোয়া বালি তোলার কারণেই এমন পরিস্থিতি অভিযোগ স্থানীয়দের।
কোপাই, কুয়ে, বক্রেশ্বর, শালের মতো ছোট ছোট নদীগুলির জল গ্রামে ঢোকায় প্লাবিত বীরভূমের একাধিক গ্রাম।
ডিভিসি জল ছাড়ায় জারি লাল সতর্কতা। জল ছাড়ায় ২০০৯-এর পর রেকর্ড, কটাক্ষ সেচমন্ত্রীর। আরামবাগে বাঁধ ভাঙায় বিপত্তি। জলমগ্ন রাজ্যের একাধিক জেলা।
ঝাড়খণ্ডে বৃষ্টির কারণে আরও জল ছাড়ল ডিভিসি। জল ছাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।