LIVE UPDATES: এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর শুভ্রাংশু

এবার বিজেপিতে চলে আসবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। পুরবোর্ডও দখল করবে বিজেপি। দাবি অর্জুন সিংহের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 May 2019 08:40 PM

প্রেক্ষাপট

দলবিরোধী কথা বলিনি, আত্মসমালোচনা করতে গিয়েছিলাম। এবার আর গদ্দার শব্দ শুনতে হবে না। এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। এবার...More

দলবিরোধী কথা বলিনি, আত্মসমালোচনা করতে গিয়েছিলাম। এবার আর গদ্দার শব্দ শুনতে হবে না। এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। এবার বিজেপিতে চলে আসবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। পুরবোর্ডও দখল করবে বিজেপি। দাবি অর্জুন সিংহের।