LIVE UPDATES: এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর শুভ্রাংশু

এবার বিজেপিতে চলে আসবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। পুরবোর্ডও দখল করবে বিজেপি। দাবি অর্জুন সিংহের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 May 2019 08:40 PM
দলবিরোধী কথা বলিনি, আত্মসমালোচনা করতে গিয়েছিলাম। এবার আর গদ্দার শব্দ শুনতে হবে না। এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। এবার বিজেপিতে চলে আসবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। পুরবোর্ডও দখল করবে বিজেপি। দাবি অর্জুন সিংহের।
নিজের গড়ে দুই আসন দখলে রাখতে পারলেও তৃণমূলের মাটি হারানোর ছবি স্পষ্ট বীরভূমে। যদিও খারাপ ফলের দায় সিপিএমের উপরেই চাপিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ নয়, বরং কিছুদিন পরিবারের সঙ্গেই কাটাতে চান বলে জানালেন তিনি
নিজের গড়ে দুই আসন দখলে রাখতে পারলেও তৃণমূলের মাটি হারানোর ছবি স্পষ্ট বীরভূমে। যদিও খারাপ ফলের দায় সিপিএমের উপরেই চাপিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ নয়, বরং কিছুদিন পরিবারের সঙ্গেই কাটাতে চান বলে জানালেন তিনি
বাংলায় ভোটের ফল পরবর্তী সন্ত্রাস নতুন নয়। প্রশাসনকে চিঠি দিয়ে পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানিয়েছি। এরপরেও না বুঝলে প্রতিরোধ করবে বিজেপি। বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
বাংলায় ভোটের ফল পরবর্তী সন্ত্রাস নতুন নয়। প্রশাসনকে চিঠি দিয়ে পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানিয়েছি। এরপরেও না বুঝলে প্রতিরোধ করবে বিজেপি। বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
বাংলায় প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কংগ্রেস, সিপিএম। বাধ্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। লোকসভা ভোটের পর আঞ্চলিক দলগুলি গুরুত্বহীন হয়ে গেছে। আইসিইউতে চলে গেছে কংগ্রেস। আক্রমণ দিলীপ ঘোষের
বাংলায় প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কংগ্রেস, সিপিএম। বাধ্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। লোকসভা ভোটের পর আঞ্চলিক দলগুলি গুরুত্বহীন হয়ে গেছে। আইসিইউতে চলে গেছে কংগ্রেস। আক্রমণ দিলীপ ঘোষের
বাংলায় প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কংগ্রেস, সিপিএম। বাধ্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। লোকসভা ভোটের পর আঞ্চলিক দলগুলি গুরুত্বহীন হয়ে গেছে। আইসিইউতে চলে গেছে কংগ্রেস। আক্রমণ দিলীপ ঘোষের
বাংলায় প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কংগ্রেস, সিপিএম। বাধ্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। লোকসভা ভোটের পর আঞ্চলিক দলগুলি গুরুত্বহীন হয়ে গেছে। আইসিইউতে চলে গেছে কংগ্রেস। আক্রমণ দিলীপ ঘোষের
‘তৃণমূলে থেকে দলবিরোধী মন্তব্য শুভ্রাংশু রায়ের। বহুদিন ধরেই অন্য দলের প্রশংসা করছেন। লক্ষ্য করেছে দল। শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। শুভ্রাংশুর মন্তব্য বরদাস্ত করে না তৃণমূল। অপেক্ষা করছিলাম, যাতে সবাই দলের শৃঙ্খলা মেনে চলে। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। দলের শৃঙ্খলা সবার থেকে আগে, তাই এই কঠিন সিদ্ধান্ত।’ সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর
‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর
‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর
‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর
ভোটের ফল ঘোষণার পর অশান্ত ভাঙড়। এবার যাদবপুর লোকসভা নির্বাচনে জমিরক্ষা কমিটি সমর্থন করে সিপিএমকে। সেই কারণে ভাঙড়ের খামারআইচ ও মাছিভাঙায় জমিরক্ষা কমিটির কয়েকজন সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। বোমাবাজিও চলে। অভিযোগ আরাবুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। হামলার অভিযোগে রাস্তায় গুঁড়ি ফেলে অবরোধ হাড়োয় রোড অবরোধ করেন জমিরক্ষা কমিটির সদস্যরা। কাশীপুর থানার পুলিশের আশ্বাসে আধ ঘণ্টা পর অবরোধ ওঠে। ভাঙড়ের পাকপোল এলাকায় গতকাল রাতে সিপিএম কর্মী সইদুল গায়েনের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোটের ফল বেরোনোর পর বৃহস্পতিবার রাত থেকে অশান্ত হাওড়ার শালিমার। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে জখম দু’পক্ষের চার। দু’পক্ষ একে অপরের দিকে ইট ছোড়ে। দুটি লরি ও একটি বাইকে ভাঙচুর হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বোটানিকাল গার্ডেন থানার পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট। জখম হন দুই পুলিশকর্মী। র‍্যাফ, কমব্যাট ফোর্স নামানোর পর গভীর রাতে পরিস্থিতি শান্ত হয়
ভোটের ফলাফল ঘোষণার পরই বীরভূমের সাঁইথিয়ায় আক্রান্ত তৃণমূল। বৃহস্পতিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন পীযূষ ঘোষ নামে এক তৃণমূল কর্মী। অভিযোগ বিজেপি কর্মীরা তাঁর পথ আটকায়। গাড়ি থেকে নামিয়ে ওই তৃণমূল কর্মীকে মারধর করা হয়। সাঁইথিয়া হাসপাতালে ভর্তি আক্রান্ত তৃণমূল কর্মী। হামলার অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল
এলাকায় উন্নয়ন করেছেন বলেই জয় এসেছে। কিছু কিছু জায়গায় ভোট পাননি। সেখানকার মানুষ কেন ভোট দেননি জানার চেষ্টা করবেন। নির্বাচনে জিতে জানালেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়
বিরোধীদের ভোট একজোট করলে রাজ্যের বৃহত্ অংশের আস্থা খুইয়েছে তৃণমূল। বাংলায় ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে তারা। দাবি মুকুল রায়ের।
এই ফলের জন্য দায়ী দলীয় সংগঠনের গাফিলতি, মোদির প্রভাব আর বিজেপির টাকার খেলা। এ নিয়ে দলে আলোচনা হবে, নেওয়া হবে ব্যবস্থা। আগামী বিধানসভা ভোটে ফল হবে অন্যরকম, দাবি ফিরহাদ হাকিমের
প্রধানমন্ত্রীর ৪০ তো আছেই। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন আরও ৬০ জন শাসক দলের বিধায়ক। তাঁরা নিয়মিত করছেন ফোন। বিস্ফোরক দাবি অর্জুন সিংহের। তৃণমূল সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দাবি বিজেপি সাংসদের। তাঁর সঙ্গে কথা বলেছেন, এবিপি আনন্দের প্রতিনিধি প্রকাশ সিনহা।
বড় বাঘ শিকার করার মজাই আলাদা। নির্বাচনটা আমি রীতিমত উপভোগ করেছি। সব মানুষের কাছে গেছি। সবার সঙ্গে কথা বলেছি। চেষ্টা করব কোনও বিশেষ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সুযোগ যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পে থাকে, তাহলে তার ব্যবস্থা করার। জয়ের পর জানালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী
কাঁকিনাড়ায় অশান্তি থামছে না। কাঁকিনাড়ার লাইন বস্তিতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বোমা বাঁধতে গিয়ে মৃত এক ব্যক্তির পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিন অর্জুন।
ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নৈহাটি। নৈহাটি পুরসভার সামনে তৃণমূল সমর্থকদের বেশ কয়েকটি বাইকে আগুন। স্থানীয় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ অস্বীকার বিজেপির। গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ ও ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তাঁর ছেলে পবন সিংহের জয় লাভের ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা। আজ সেই রাজনৈতিক উত্তাপের আঁচ পড়ল নৈহাটিতেও।
‘জয় শ্রীরাম’ বলার অভিযোগে ‘আক্রান্ত’ বিজেপি কর্মী। পূর্ব বর্ধমানের কালনায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ‘আক্রান্ত’ বিজেপি কর্মীর নাম রাকেশ বাগ। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ১০০ দিনের কাজে হিসেব চেয়ে মারধরের পাল্টা অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান মুনমুন বাগের।

‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর
ভোটের ফল প্রকাশের পর প্রতিক্রিয়া দিলেন বাঁকুড়ার সদ্যজয়ী বিজেপি সাংসদ চিকিৎসক সুভাষ সরকার। জয়ের পরদিন শুরু করলেন রক্তদানের মাধ্যমে। তাঁর দাবি, জনগণের ভোটে জিতেছেন। তাই কাজ করবেন মানুষকে সঙ্গে নিয়ে। তবে সবথেকে বেশি জোর দেবেন বাঁকুড়ার জল সঙ্কট মেটাতে।
অন্যদিকে বিজীত তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, তিনি মানুষের ভোটে হারেননি। নোংরা রাজনীতির প্যাঁচ-পয়জারে হেরেছেন। তাঁর মতে, আগে রাম পরে বাম এই শ্লোগান সিপিএম দিয়েছিল ভিতরে ভিতরে। কারণ অর্থের বিনিময়ে বামেদের সঙ্গে বিজেপির পুরোপুরি বোঝাপড়া হয়ে গেছিল আগেই।
গণনার পরেই উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। সিতাই,টিটাগড়, নারায়ণগড়, নিউটাউনে তৃণমূলের পার্টি অফিসে আগুন-ভাঙচুর-দখল
গণনার পরেই উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। সিতাই,টিটাগড়, নারায়ণগড়, নিউটাউনে তৃণমূলের পার্টি অফিসে আগুন-ভাঙচুর-দখল
কলকাতায় বিজয় মিছিলে থাকতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কলকাতায় মিছিল হবে। জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলায় শৃঙ্খলা বজায় রেখে কর্মীদের বিজয় উৎসবের বার্তা দিয়েছেন দিলীপ। বিজেপির জয়ী সাংসদরা দলবেঁধে দিল্লি যাবেন শপথ নিতে।
কলকাতায় বিজয় মিছিলে থাকতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কলকাতায় মিছিল হবে। জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলায় শৃঙ্খলা বজায় রেখে কর্মীদের বিজয় উৎসবের বার্তা দিয়েছেন দিলীপ। বিজেপির জয়ী সাংসদরা দলবেঁধে দিল্লি যাবেন শপথ নিতে।

প্রেক্ষাপট

দলবিরোধী কথা বলিনি, আত্মসমালোচনা করতে গিয়েছিলাম। এবার আর গদ্দার শব্দ শুনতে হবে না। এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। এবার বিজেপিতে চলে আসবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। পুরবোর্ডও দখল করবে বিজেপি। দাবি অর্জুন সিংহের।


‘তৃণমূলে থেকে দলবিরোধী মন্তব্য শুভ্রাংশু রায়ের। বহুদিন ধরেই অন্য দলের প্রশংসা করছেন। লক্ষ্য করেছে দল। শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। শুভ্রাংশুর মন্তব্য বরদাস্ত করে না তৃণমূল। অপেক্ষা করছিলাম, যাতে সবাই দলের শৃঙ্খলা মেনে চলে। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। দলের শৃঙ্খলা সবার থেকে আগে, তাই এই কঠিন সিদ্ধান্ত।’ সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।


‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর


আগামীকাল তৃণমূলের জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। বৈঠকে জয়ী ও পরাজিত সমস্ত প্রার্থীদের ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন তৃণমূলের জেলা সভাপতিরাও। থাকবে দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে আলোচনা হবে লোকসভা ভোটের ফল নিয়ে।
এবার মোদি ঝড়ে ওলোটপালোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের সমীকরণ। বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূলের প্রাপ্ত আসন ৩৪ থেকে নেমে এসেছে ২২-এ। অন্যদিকে বিজেপির আসন ২ থেকে এক ধাক্কায় ৯ গুণ বেড়ে হয়েছে ১৮। ভোট শতাংশের নিরিখেও তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। আর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে বিজেপির প্রাপ্ত ভোটের হার প্রায় ৪০ শতাংশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.