Live Updates: ভোট হতেই তৃণমূল-দুর্গে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে বীজপুর-বিষ্ণুপুরের বিধায়ক, গেরুয়া শিবিরে হেমতাবাদের সিপিএম বিধায়ক,তৃণমূলের হাতছাড়া উত্তর ২৪ পরগনার ৪ পুরসভা

এঁদের মধ্যে থাকতে পারেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এছাড়া হালিশহর পুরসভার ২৩ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৮ জনই যোগ দিতে পারেন বিজেপিতে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 May 2019 07:59 PM

বিজেপিতে বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।বিজেপিতে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।বিজেপিতে হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।
তৃণমূলের কাছ থেকে কাঁচরাপাড়া পুরসভা বিজেপির।তৃণমূলের কাছ থেকে হালিশহর পুরসভাও বিজেপির।তৃণমূলের কাছ থেকে নৈহাটি পুরসভাও বিজেপির দখলে।
বিজেপির কাছে ভাটপাড়া পুরসভাও তৃণমূলের হাতছাড়া।
কাঁচরাপাড়ার ২৪ কাউন্সিলরের মধ্যে ১৭জনই বিজেপির।
হালিশহরের ২৩ কাউন্সিলরের মধ্যে ১৭জনই বিজেপির।
নৈহাটির ৩১ কাউন্সিলরের মধ্যে ২৯জনই বিজেপির।
খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপিতে।
খানাকুল গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপিতে।
নৈহাটির ২৯ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে।

বিজেপিতে বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।বিজেপিতে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।বিজেপিতে হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।
তৃণমূলের কাছ থেকে কাঁচরাপাড়া পুরসভা বিজেপির।তৃণমূলের কাছ থেকে হালিশহর পুরসভাও বিজেপির।তৃণমূলের কাছ থেকে নৈহাটি পুরসভাও বিজেপির দখলে।
বিজেপির কাছে ভাটপাড়া পুরসভাও তৃণমূলের হাতছাড়া।
কাঁচরাপাড়ার ২৪ কাউন্সিলরের মধ্যে ১৭জনই বিজেপির।
হালিশহরের ২৩ কাউন্সিলরের মধ্যে ১৭জনই বিজেপির।
নৈহাটির ৩১ কাউন্সিলরের মধ্যে ২৯জনই বিজেপির।
খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপিতে।
খানাকুল গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপিতে।
নৈহাটির ২৯ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে।
ভাটপাড়া পুরসভা দখলের তোড়জোড় বিজেপির।ভাটপাড়া পুরসভায় বিজেপির হাতে ২৩ কাউন্সিলর।তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে ১২ কাউন্সিলর।আগেই অর্জুন সিংহের সঙ্গে দলবদল ১১ কাউন্সিলরের।এই মুহূর্তে ভাটপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলর ১০।
‘দখল হবে নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, গারুলিয়া পুরসভা’,তৃণমূলকে চ্যালেঞ্জ করে হুঙ্কার অর্জুন সিংহের

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর আজ বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল রায়ের ছেলে, বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন তিনি। পাশাপাশি আজই তৃণমূলের আরও কয়েকজন বিধায়কের বিজেপিতে যোগদানের সম্ভাবনা।

এঁদের মধ্যে থাকতে পারেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এছাড়া হালিশহর পুরসভার ২৩ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৮ জনই যোগ দিতে পারেন বিজেপিতে। নৈহাটি পুরসভার ৩১ জনের মধ্যে ২২ জন তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা। কাঁচরাপাড়া পুরসভার ২৪ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৯ জন বিজেপিতে যোগ দিতে পারেন।

পাল্টা পুরসভার নিয়ন্ত্রণ ধরে রাখতে আজ দুপুরে বৈঠকে বসছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.