আজ পয়লা বৈশাখ, নববর্ষ ঘিরে বাংলা জুড়ে উত্সবের মেজাজ
নববর্ষের পাশাপাশি আজ বিশ্ব শিল্পকলা দিবস। সেই উপলক্ষে গভর্নমেন্ট আর্ট কলেজের সামনে থেকে শিল্পীদের শোভাযাত্রা। পা মেলান যোগেন চৌধুরী, সমীর আইচ, দেবজ্যোতি মিশ্র-সহ আরও অনেকে।
আজ পয়লা বৈশাখ। ১৪২৪-কে বিদায় জানিয়ে স্বাগত ১৪২৫৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-কিছু গান-কিছু আড্ডা। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা৷ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া নববর্ষের আনন্দ৷
নববর্ষ ঘিরে বাংলা জুড়ে উত্সবের মেজাজ। ওপার বাংলার অনুকরণে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত ‘মঙ্গল শোভাযাত্রা’৷ আলপনা দেওয়া রাস্তা। হাতে পুতুল, মুখে মুখোশ। পরনে নতুন শাড়ি, পাঞ্জাবি৷ আনন্দের হৈ-হুল্লোড়৷ মঙ্গল কামনায় পায়ে পা মেলানো৷
নববর্ষে মন্দির পুজো
১৪২৫-এর শুরুতে তারাপীঠে পুণ্যার্থীদের ঢল। তারা মায়ের পায়ে হালখাতা ছুঁইয়ে পুজো দিতে ব্যবসায়ীদের ভিড়
নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর শান্তিনিকেতন। ভোর হতেই উপাসনা গৃহের সামনে সমবেতন হন ছাত্রছাত্রী-অধ্যাপক-আশ্রমিকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপাচার্য সবুজকলি সেন। শান্তিনিকেতনে নববর্ষের আনন্দে সামিল হতে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরাও।