Smart Phone: স্মার্টফোন ছাড়া এখনকার যুগ অচল। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, সেখানে তার সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোনের দুনিয়াতেও এসেছে একের পর এক বদল। আর নিত্যনতুন ফোন লঞ্চ হয়েছে বাজারে। তাঁর মধ্যে দাম এবং ফিচার্সের দিক থেকে বেশ কিছু স্মার্টফোন (Best Selling Smartphone) ব্যবহারকারীদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে। আর সেই তালিকার শীর্ষে রয়েছে কোন স্মার্টফোন জানেন কি ?


২০২৩ সালে বাজারে যে সমস্ত ফোন লঞ্চ হয়েছে তাঁদের মধ্যে সেরা ১০ ফোনের তালিকায় প্রথমেই রয়েছে অ্যাপলের একটি স্মার্টফোনের (Best Selling Smartphone) মডেল। অ্যাপলের আইফোন ১৪ বা আইফোন ১৪ প্রো ম্যাক্স এই দুটি মডেল রয়েছে এই তালিকার শীর্ষে। সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজের মডেল, এই মডেলটিও বর্তমানে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, বিক্রিও হচ্ছে দেদার। আর এই বছরের সেরা ৫ স্মার্টফোনের তালিকায় উঠে এসেছে আইফোন ১৫ প্রো ম্যাক্স সিরিজের নাম।


সেরা ৫টি ফোনের মধ্যে নেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলি। বাজারে তেমন প্রভাব ফেলতে পারেনি স্যামসাংয়ের এই স্মার্টফোনগুলি। লো এন্ড স্পেক্ট্রাম এবং বাজেটের মধ্যে স্যামসাংয়ের যে মডেলগুলি সেরা দশের তালিকায় এসেছে সেগুলি হল গ্যালাক্সি এ ৫জি, A04e, A14 5G ইত্যাদি ফোনগুলি। বিশ্বের নিরিখে দেখতে গেলে সেরা দশের তালিকায় অ্যাপলের ফোন রয়েছে ৭ নম্বরে।


ভারত স্মার্টফোনের (Best Selling Smartphone) একটা বিশাল বাজার। সারা বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম স্মার্টফোনের বাজার আছে ভারতেই যেখানে ১ বছরে প্রায় ১০ মিলিয়নেরও বেশি আইফোন বিক্রি হয়। সেরা দশ স্মার্টফোনের তালিকায় ২য় স্থানে আছে অ্যাপলের আইফোন ১৫ এবং তৃতীয় স্থানে আছে আইফোন ১৫ প্রো ম্যাক্স। আর চতুর্থ স্থানে আছে অ্যাপলের আরেকটি মডেল, আইফোন ১৩ যা একটু পুরনো মডেল কিন্তু বিক্রির দিক থেকে এগিয়ে আছে অন্যান্য ফোনের ব্র্যান্ডের তুলনায়। স্যামসাং গ্যালাক্সির A14 5G মডেলটি আছে সপ্তম অবস্থানে। আপনার কাছে কোন ফোনটা আছে সেরা দশের তালিকার মধ্যে ?


আগামীতে কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে


Vivo Y200e 5G নামের একটি মডেল সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতের বাজারে। ভারতে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২০,৯৯৯ টাকা। এছাড়াও জানা গিয়েছে Redmi 12 Plus 5G, iQoo Z9 5G ইত্যাদি ফোনগুলিও লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। একেকটি ফোনের একেকটি স্পেসিফিকেশন।


আরও পড়ুন: iQoo Smartphones: কেমন দেখতে হবে ভারতে লঞ্চ হতে চলা আইকিউওও জেড৯ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?