Apple Event 2023 LIVE: iPhone-এর অত্যাধুনিক ৪ মডেলের কার কত দাম? একনজরে রইল তথ্য

New iPhone Models And Apple Watch Series Live: আইফোনের নতুন মডেল ও অ্যাপল ওয়াচ সিরিজ ৯ লঞ্চ নিয়ে উৎসাহী? একনজরে প্রত্যেক মুহূর্তের আপডেট

ABP Ananda Last Updated: 13 Sep 2023 12:38 AM

প্রেক্ষাপট

আইফোনের চারটি নতুন মডেল ও অ্যাপল ওয়াচ সিরিজ ৯ লঞ্চ হতে চলেছে। তাই নিয়ে তুঙ্গে উৎসাহ। চোখ রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেটে...More

Apple Event 2023 LIVE: অত্যাধুনিক ৪ মডেলের কার কত দাম? একনজরে রইল তথ্য।

অ্যাপলের তরফে iPhone 15 Pro বলে যে মডেলটি আনা হয়েছে, তার দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর দাম ৮২ হাজার ৭৬৫ টাকা। এতে ১২৮ জিবি স্টোরেজ থাকছে। iPhone 15 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১১৯৯মার্কিন ডলার থেকে, মানে ভারতীয় মুদ্রায় তার দাম  ৯৯৩৩৫ টাকা। তবে সেটির স্টোরেজ, ২৫৬ জিবি।