Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G) ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। একইসঙ্গে একটি ৫জি (Samsung Galaxy A15 5G) মডেল লঞ্চের কথাও শোনা গিয়েছে। যদিও স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই স্মার্টফোন কবে এবং কোথায় লঞ্চ হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। কিন্তু এই দুই ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন লঞ্চ হয়েছিল চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে। সেখানে ছিল একটি অক্টা কোর চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোনেরই সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি এবং ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। 


এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের কী কী সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে


স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ফোনের ব্যাক এবং ফ্রন্ট প্যানেলের সম্ভাব্য ডিজাইন ফাঁস হয়েছে অনলাইনে। কালো, সাদা এবং হলুদ রঙে এই ফো লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে তিনটি ছোট গোলাকার ক্যামেরা ইউনিট থাকতে পারে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরার সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলের বাঁদিক বরাবর উপরের দিকে এইসব ক্যামেরা ইউনিট সজ্জিত থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সঙ্গে। ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকার সম্ভাবনা রয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। দুটো ফোনই একাধিক র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। ৪জি মডেলে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে।


স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ও ৫জি মডেলে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। ৪জি মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত), ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।