5G in India: অক্টোবর মাসের শুরুতেই ভারতে ৫জি (5G) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নির্দিষ্ট কয়েকটি শহরে আপাতত চালু হয়েছে ৫জি সার্ভিস (5G in India)। আগামী কয়েক মাসের মধ্যে আরও কিছু শহরে ৫জি পরিষেবা (5G Service)চালু হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ওড়িশার অন্তত চারটি শহরে ৫জি পরিষেবা (5G Network) চালু হবে। আর প্রায় সমগ্র ওড়িশা জুড়ে (প্রায় ৮০ শতাংশ) আগামী বছর শেষের মধ্যে ৫জি সার্ভিস চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চের মাসের মধ্যে ভারতে ২০০-র বেশি শহরে ৫জি পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পরের পর্যায়ে আরও অনেক ছোট শহর এবং গ্রামীণ এলাকাতেও ৫জি সার্ভিস চালু করা হবে। অর্থাৎ ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটবে ভারতজুড়ে।
এখনও এইসব শহরের নাম প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে ভারতের ১৩টি বড় এবং গুরুত্বপূর্ণ শহরে ৫জি পরিষেবা চালু হবে বলে জানিয়েছিল Department of Telecommunications (DoT)। তবে তা বাস্তবে হয়নি। ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। এই টেলিকম সংস্থার তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।
৫জি পরিষেবার মাধ্যমে এক সেকেন্ডে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০জিবিপিএস পর্যন্ত। অথবা এই স্পিড এক সেকেন্ডে হবে ১০০ এমবিপিএসেরও বেশি। India Mobile Congress (IMC) ইভেন্টে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে এয়ারটেল ৫জি- র মাধ্যমে ৩০৬এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ২৫.৪এমবিপিএস আপলোড স্পিড পাওয়া যাবে। ৪জি-র তুলনায় অনেকটাই বেশি স্পিড পাওয়া যাবে ৫জি ইন্টারনেটে। এয়ারটেল এবং জিও-র তরফে ৫জি সার্ভিস ভারতে চালু হলেও ভোডাফোন-ইন্ডিয়ার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে এই টেলিকম সংস্থাও খুব তাড়াতাড়িই ভারতে ৫জি পরিষেবা চালু করবে বলে অনুমান করা হচ্ছে। এয়ারটেল এবং জিও ইউজাররা বর্তমানে যে সিম ব্যবহার করছেন সেখানেই ৫জি সার্ভিস পাবেন। আলাদা করে সিম কেনার প্রয়োজন নেই। কিংবা সিম পরিবর্তনেরও দরকার নেই।
আরও পড়ুন- ফেসবুকে ব্লু-টিক পেতে করতে হবে এই কাজ, এইভাবে পাবেন বিশ্বাসযোগ্যতার চিহ্ণ