5G Phone Under Rs 10000: ভারতে ১০ হাজার টাকার কম দামে নতুন ৫জি ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। এবার লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ৫জি ফোন। এই মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজনের এই ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। টেকনো সংস্থার নিজস্ব Ella AI ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে No Network Communication কানেক্টিভিটি। 

ভারতে টেকনো স্পার্ক গো ৫জি ফোনের দাম, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কোথা থেকে কেনা যাবে 

টেকনো স্পার্ক গো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৯৯৯ টাকা। আগামী ২১ অগস্ট দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Ink Black, Sky Blue এবং Turquoise Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। 

টেকনো স্পার্ক গো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • এই ফোনে ৬.৭৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে টেকনো সংস্থার এই ৫জি মডেলে। 
  • টেকনো স্পার্ক গো ৫জি ফোনে সংস্থার নিজস্ব Ella AI অ্যাসিসট্যান্ট রয়েছে যেখানে ইউজাররা হিন্দি, গুজরাতি, তামিল এবং বাংলা - এইসব স্থানীয় ভাষার সাপোর্ট পাবেন। এছাড়াও এই ফোনে রয়েছে AI রাইটিং অ্যাসিসট্যান্ট, গুগলের সার্কেল টু সার্চ এইসব আধুনিক ও উন্নত AI ফিচারের সাপোর্ট। 
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য। এই ফোনের রেয়ার ক্যামেরা ৩০ ফ্রেম পার সেকেন্ডে 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পাবেন ফোনের বক্সে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।