Upcoming Smartphones: চলতি বছর এখনও কী কী ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে? রইল সম্ভাব্য তালিকা

Smartphones: নাথিং ফোন ২, আইফোন ১৫ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে

Continues below advertisement

Upcoming Smartphones: ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের প্রথম অর্ধে বেশ কয়েকটি নজরকাড়া স্মার্টফোন (Smartphones) লঞ্চ হয়েছে। কিন্তু চমক এখনও অনেক বাকি। এই বছর আর কী কী ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, রইল তারই সম্ভাব্য তালিকা।

Continues below advertisement

আইফোন ১৫ সিরিজ- সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ নতুন আইফোন লঞ্চ করে। এবছরও সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে পারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি মডেল। শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজের ফোনে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অ্যাপেলের নিজস্ব Bionic A16 চিপসেট থাকতে পারে এই ফোনগুলিতে। Bionic A17 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে প্রো এবং প্রো ম্যাক্স মডেলে। 

ওয়ানপ্লাস নর্ড ৩- ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন লঞ্চ হতে পারে জুন মাসের শেষের দিকে। ওয়ানপ্লাস Ace ২ভি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে  এই ফোন লঞ্চ হতে পারে। এর সঙ্গে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনও লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

নাথিং ফোন (২)- ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ১১ জুলাই নাথিং ফোন (২) ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নাথিং ফোন (২) কেনা যাবে। ভারতে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন (১)- এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫- আগামী ২৭ জুলাই আনপ্যাকড ইভেন্টে স্যামসাং গ্যালাক্সির এই ফোল্ডেবল ৫জি ফোন লঞ্চ হবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এই ফোনে থাকতে পারে। এছাড়াও ৬.২ ইঞ্চির এইচডি প্লাস AMOLED আউটার ডিসপ্লে এবং ৭.৬ ইঞ্চির QXGA+ AMOLED ফোল্ডিং ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এই ক্যামেরা ৪ মেগাপিক্সেলের হতে পারে। অন্যদিকে আউটার ক্যামেরা থাকতে পারে ১০ মেগাপিক্সেলের। 

গুগল পিক্সেল ৮ সিরিজ- ২০২৩ সাল অর্থাৎ এবছর অক্টোবর মাসে গুগল পিক্সেল ৮ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই সিরিজের ফোনে গুগলের Tensor G3 চিপসেট থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। কম আলোয় ভাল ছবি তোলা যাবে এই ক্যামেরার সাহায্যে। 

আরও পড়ুন- কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

Continues below advertisement
Sponsored Links by Taboola