নয়াদিল্লি: বেশি ফিচারের আশায় অ্যাপের মডিফায়েড ভার্সন (Modified version of WhatsApp)ডাউনলোড করে বিপদে ডাকছেন গ্রাহকরা। অজান্তেই নিজের ডিভাইসের ক্ষতি করে দিচ্ছে এই মডিফায়েড ভার্সনগুলো। এই ক্ষতিকারক অ্যাপের তালিকায় নাম রয়েছে হোয়াটসঅ্যাপেরও(WhatsApp)।


হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সন ডাউনলোড করলেই ক্ষতি(Modified version of WhatsApp)
সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে বহু অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কোম্পানি। নিজেদের প্লাটফর্মকে সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নিয়েছে 'আমেরিকান টেক জায়ান্ট'। যদিও দেখা যাচ্ছে, গুগলের এই উদ্যোগের পরও থেকে গিয়েছে কিছু অসুরক্ষিত অ্যাপ। মডিফায়েড এই অ্যাপগুলি এখন গ্রাহকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 


হোয়াটসঅ্যাপে ভাইরাস(VIrus in modified version of WhatsApp) 
সম্প্রতি অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ মডিফায়েড ভার্সনে ট্রোজান(ভাইরাস)দেখতে পেয়েছে ক্যাসপারস্কি। এরপরই নড়েচড়ে বসেছে কোম্পানি। অ্যান্টি ভাইরাস সফটওয়্যার প্রস্তুতকারক এই কোম্পানি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সনে ট্রোজান ট্রায়াডা পাওয়া গিয়েছে। যা গ্রাহকের অনুমতি ছাড়াই কাজ করতে পারে তার ডিভাইসে। এমনকী আপনার অজান্তেই ডাউনলোড করতে পারে ফাইল। 


কী বলছে ক্যাসপারস্কি ? (Kaspersky on modified version of WhatsApp)
কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সন নিয়ে গবেষণা করছিল ক্যাসপারস্কি। যেখানে গবেষকরা দেখতে পান, FMWhatsApp 16.80.0-এ মারাত্মক প্রভাব ফেলে ট্রোজান ট্রায়াডা (কম্পিউটার ভাইরাস)। অনেক ক্ষেত্রের হোয়াটসঅ্যাপের থেকে বেশি ফিচার দেওয়ায় এই ধরনের মডিফায়েড অ্যাপ ডাউনলোড করেন গ্রাহকরা। কিন্তু সুবিধার পরিবর্তে তাদের সমস্যার মুখে পড়তে হয়।


কীভাবে ডিভাসের ক্ষতি করে এই ভাইরাস ? (How Trojan Triada infects devices)
ক্যাসপারস্কির মতে, গুগলের প্লে স্টোর থেকে FMWhatsApp অ্যাপ নামিয়ে সম্প্রতি বিপদে পড়েছেন গ্রাহকরা।দেখা গিয়েছে, এই অ্যাপের সঙ্গে সঙ্গে ডিভাইসে ঢুকে গিয়েছে এর অ্যাডভার্টাইজিং software development kit (SDK)। একবার এই অ্যাপ নামালেইডিভাইস আইডি, সাবক্রাইবার আইডি, ম্যাক অ্যাড্রেস সব রিমোট সার্ভারে পাঠিয়ে দিচ্ছে ট্রোজান। এরপরই ডিভাইসে নিজের অপারেশন শুরু করে দেবে ভাইরাস।


এতে কী ক্ষতি হতে পারে ?
FMWhatsApp-এর মতো মডিফায়েড অ্যাপ ডাউনলোডের ফলে ডিভাইসে ফুল স্ক্রিন অ্যাড শুরু হয়ে যাবে। আপনার কমান্ডের আগেই ব্যাকগ্রাউন্ডে এসে যাবে বিজ্ঞাপন। বহু ক্ষেত্রে গ্রাহককে না জানিয়েই পেইড সাবক্রিপশনে সাইন আপ করে দেবে ভাইরাস। এখানেই শেষ নয়, হ্যাকাররা এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ম্যালওয়ার বা স্প্যাম তৈরি করতে পারে।