AC Control Tips: অনেক সময় এসির রিমোট হারিয়ে ফেলেন অনেকেই, কখনও আবার এসির রিমোট খারাপ হয়ে যায়। এই গরমে এসির রিমোট খারাপ হয়ে গেলে এসি না চালিয়ে কষ্ট পেতে হবে। রিমোট না থাকলে কীভাবে এসি চালাবেন তা অনেক সময় মাথাতেই আসে না কারও। কিন্তু জানেন কি আপনার স্মার্টফোন দিয়েই চালানো যাবে এসি। স্মার্টফোনই করতে পারবে এসির রিমোটের (AC Control Tips) কাজ। কীভাবে দেখে নিন।


এক্ষেত্রে দেখা যায় অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইন বিল্ট IR ব্লাস্টার পাওয়া যায়। আপনি স্মার্টফোনকে সহজে এসির রিমোট বানিয়ে নিতে চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।


কীভাবে স্মার্টফোনকে বানাবেন এসির রিমোট


এর জন্য প্রথমেই আপনাকে নিজের স্মার্টফোনে আইআর ইউনিভার্সাল রিমোট বা গ্যালাক্সি ইউনিভার্সাল রিমোট অ্যাপটি ইনস্টল করতে হবে।


কোন অ্যাপ আপনার ঘরে লাগানো এসির (AC Control Tips) সঙ্গে লিঙ্ক করা যাবে তা পরীক্ষা করে নেওয়া যায়।


কিছু কিছু সংস্থার নিজস্ব এসি কনট্রোল অ্যাপ আগে থেকেই বাজারে উপলব্ধ থাকে, ফলে অন্য অ্যাপ কাজ করে না।


সেটা জানার জন্য প্লে স্টোরে গিয়ে আপনার এসির কোম্পানির নাম লিখে খুঁজে নেওয়া যায় তাঁদের নিজস্ব কোনও অ্যাপ আছে কিনা।


এরপর হোম পেজে চলে যেতে হবে। সেখানে আপনাকে বেছে নিতে হবে IR রিমোট। তারপর ক্লিক করতে হবে AC-তে।


এই তালিকা থেকে আপনি এক ঝলকে সমস্ত ব্র্যান্ডের নাম দেখতে পাবেন।


এই তালিকা থেকে আপনার নিজের এসির ব্র্যান্ডটি বেছে নিতে হবে।


তারপর এসি যেদিকে আছে সেদিকে নিজের স্মার্টফোনটিকে ঘোরান, এর পরেই আপনার ফোনে এসির কানেকশন চলে আসবে।


এবারে খুব সহজেই আপনি নিজের স্মার্টফোনকে এসির রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। ফ্যানের গতি, তাপমাত্রা ইত্যাদি সমস্ত কিছুই বাড়াতে বা কমাতে পারবেন আপনি।


গরমে এখন এসি সবার বাড়িতেই প্রায় চলছে। এতে বিদ্যুতের বিলও অনেকটা বেশি আসছে। তবে কিছু বিষয় মেনে চললে এই সমস্যা হবে না। প্রথমত এসির আউটলেট টা ঠিক জায়গায় রাখতে হবে যাতে তা সূর্যালোক থেকে দূরে থাকে। বারবার এসি বন্ধ বা চালু করা উচিত নয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।