কলকাতা : আজ ভোট দক্ষিণবঙ্গের ( South Bengal Weather ) ৭ টি লোকসভা কেন্দ্রে। সকাল থেকে আকাশ ঝকঝকে থাকলেও ঘণ্টা দুয়েকের মধ্যেই মিলতে চলেছে স্বস্তি। দুপুর ২ টোর মধ্যেই বড় স্বস্তির সঙ্কেত দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারে, সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির ( Rain Update )  পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  ভোটদানের সময়ের মধ্যেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। 


আবহাওয়া দফতরের ( Weather Report ) রিপোর্ট অনুসারে, তিন জেলাতেই দাপটে বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বইবে দমকা হাওয়া। আবহাওয়া দফতর ইতিমধ্যেই এই ৩ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কিছুদিন আগেও হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের দাপটে প্রাণ গিয়েছিল ১৩ জনের। শুধু মালদা জেলাতেই ১১ জনের প্রাণ যায়। তাই ৩ জেলার মানুষকে এই সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 


সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলবে রাজ্যে। পাশপাশি মৌসম ভবনের পূর্বাভাস, নির্ধারিত সময়ের ৩ দিন আগে ২২ মে বর্ষা ঢুকছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে। কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। তবে সোমবারের এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়। 


আরও পড়ুন :                       


ভোটের সব খবর এক ক্লিকে এখানে 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে