Acer Tablet: ল্যাপটপের (Laptops) দুনিয়ায় এসার (Acer) সংস্থার নাম পরিচিত। অনেকেই এসার কোম্পানির ল্যাপটপ (Acer Tablet) ব্যবহারও করেছেন। এবার এই সংস্থাই বেশ সস্তায় লঞ্চ করল ট্যাবলেট (Acer Tablet)। ভারতে লঞ্চ হয়েছে এসার সংস্থার দু'টি ট্যাব Acer Iconia ৮.৭ এবং Acer Iconia ১০.৩৬। অর্থাৎ একটি ট্যাবে রয়েছে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে। আর অন্যটিতে রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে। এসার সংস্থার এই দুই ট্যাবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট, ডুয়াল সিমের (৪জি এলটিই) সাপোর্ট। এই দুই ট্যাব পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ আউট-অফ-দ্য-বক্সের সাহায্যে। Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর। এছাড়াও রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবের মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট এবং ৭৪০০ এমএএইচ ব্যাটারি। 


এসার সংস্থার এই নতুন দুই ট্যাবে দাম কত ? 


Acer Iconia ৮.৭ ট্যাবের দাম শুরু হচ্ছে ১১,৯৯০ টাকা থেকে। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ মডেলের দাম শুরু হচ্ছে ১৪,৯৯০ টাকা থেকে। দুটো ট্যাবই দেখা যাচ্ছে অনলাইনে। কেনা যাবে সোনালি রঙে। এই ট্যাব কেনা যাবে অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন, এসার ইন্ডিয়ার ওয়েবসাইট এবং এসার এক্সক্লুসিভ স্টোর থেকে। আপাতত যে দাম প্রকাশ্যে রয়েছে তা সীমিত সময় পর্যন্ত উপলব্ধ থাকবে। তবে এই অফার কতদিন পর্যন্ত থাকছে সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি এসার সংস্থা। 


এসার সংস্থার এই দুই ট্যাবে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 


Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা চলবে এই ট্যাব। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবে রয়েছে ৭৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে প্রায় ১০ ঘণ্টা চালু থাকবে এই ট্যাব। Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন, সঙ্গে থাকছে আর কী? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।