Adani Group App: 5G স্পেকট্রামের নিলামে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন আগেই । এবার দেশের বাজারে আরও বড় ধামাকা করতে চলেছেন গৌতম আদানি। রিপোর্ট বলছে, গৌতম আদানি শীঘ্রই নিজের একটি অ্যাপ চালু করতে পারেন। এই অ্যাপটিকেই 'সুপার অ্যাপ' বলা হচ্ছে।


Adani Super App: রিপোর্টে বলা হয়েছে, এই 'সুপার অ্যাপ' দিয়েই ডিজিটাল জগতে প্রবেশ করতে চলেছে আদানি গ্রুপ। এখন দেখার বিষয় এই অ্যাপ থেকে আপনি কী পাবেন? উত্তর হল, আদানি সুপার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের আদানি গ্রুপের সব পরিষেবা, ই-কমার্স প্ল্যাটফর্ম ইত্যাদিতে অ্যাক্সেস দেওয়া হবে। জেনে নিন, কী দেবে আদানির এই 'সুপার অ্যাপ'।


Adani Group App: 'সুপার অ্যাপ' কী ?
আদতে আদানির এই সুপার অ্যাপের ধারণাটি এসেছে চিনা মডেল থেকে। যাতে কেনাকাটা,টাকার লেনদেন, পরিষেবা, অর্থ, সোশ্যাল মিডিয়ার মতো বৈশিষ্ট্যগুলি একই সঙ্গে পাওয়া যায়। আপনি ভারতের Tata Neu ও JioMart অ্যাপে কোম্পানির অনেক পরিষেবার অপশন পাবেন। শুধু তাই নয়, MyJio অ্যাপে আপনি সব Jio অ্যাপ একসঙ্গে পাবেন। PhonePe, Paytm-এর মতো অ্যাপগুলিও সুপার অ্যাপের ক্যাটাগরিতে আসতে শুরু করেছে, কারণ এখানে আপনাকে অনেক ধরনের পরিষেবা দেওয়া হয়। এর মধ্যে পেমেন্ট , ফিনান্স সার্ভিসের ব্যবহারকারীরাও সুবিধা পাবেন। 


Adani Super App: কবে আসছে এই অ্যাপ ?
ব্লুমবার্গের রিপোর্ট বলছে, সাম্প্রতিক এক সাক্ষাত্কারে গৌতম আদানি বলেছিলেন যে এই 'সুপার অ্যাপ'টি একটি ইন-হাউস স্টার্ট-আপ সংস্থা তৈরি করতে চলেছে। এই অ্যাপটি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে চালু হতে পারে। রিপোর্ট অনুসারে, এই সুপার অ্যাপ ব্যবহারকারীদের আদানি নেটওয়ার্ক বিমানবন্দর অন্যান্য পরিষেবার সঙ্গে লিঙ্ক করবে। বর্তমানে আদানি গ্রুপের ভারত ও এশিয়ার দেশে সাতটি বিমানবন্দর রয়েছে। শুধু তাই নয়, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিংও তৈরি করছে আদানি গ্রুপ।


রিপোর্টে বলা হয়েছে, এই 'সুপার অ্যাপ' একসঙ্গে কেনাকাটা, টাকার লেনদেন, বিনোদন, সোশ্যাল মিডিয়া ও আর্থিক পরিষেবা দেবে। বছরের শুরুতে টাটা গ্রুপ নিউ সুপার অ্যাপ চালু করেছিল, যেখানে টাটা গ্রুপের সব পরিষেবা এক প্ল্যাটফর্মে দেওয়া হয়।


আরও পড়ুন : WhatsApp Update: তথ্য গোপন রাখতে চান ? কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নিজেকেই ?