মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: 'চোর তাড়াও-গ্রাম বাঁচাও', কর্মসূচিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দিল বামেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের (পশ্চিম বর্ধমান) জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, দলের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ( Minakshi Mukherjee) পাণ্ডবেশ্বর রেলস্টেশন (Pandavaswar Rail Station Area) চত্বর থেকে মিছিল করে। তা শেষ হয় বিডিও অফিসে সামনে। সেখানে মঞ্চ করে সভা করা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায় চাছা ছোলা ভাষায়  তৃণমূল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন।


 'একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে, বদহজম হয়ে গিয়েছে'


তিনি বলেন, 'রাজ্যজুড়ে তৃণমূলীরা নৈরাজ্য তৈরি করে লুটপাট চালাচ্ছে । 'ডিসেম্বর' নিয়ে জিজ্ঞাসা করায় বলেন, একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে, তাই বদহজম হয়ে গেছে। তবে এই লুটের রাজ বেশি দিন চলবে না, কারণ মানুষ এবার প্রতিরোধে নেমেছে। তিনি বলেন, 'বামপন্থীরা খাটবে, খাবে। কারও চোখ রাঙানি সহ্য করবে না। কেউ চোখ রাঙালে, তাঁর চোখ বামেরা গেলে দিতেও জানে।' পাল্টা তৃণমূলের লাউ দোহা ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় ও বিজেপি নেতা স্মদীপ চক্রবর্তী পাল্টা সমালোচনা করেন বামেদের।


'কেউ ব্যাগরা দিতে সামনে এলে, তাকে গর্তে ভরে যা করার করবে'


দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন,' এলাকায় কয়লা,বালি লোহার অবৈধ কারবার চলছে, তার ছবি পুলিশের কাছে নেই । কিন্তু বামেদের মিছিলে কে হাঁটছে, কে কী বলছে ? তার ছবি দ্রুত পৌঁছে যাচ্ছে শাসকদলের কাছে পুলিশের মাধ্যমে । গৌরাঙ্গ বাবু বলেন,' গণতন্ত্র চাই, ভোট দেওয়ার অধিকার চাই, তার জন্য যা যা করার বামেরা করবে।'পাশাপাশি তিনি হুমকির দিয়ে বলেন,' এবার থেকে বামেরা টামনা নিয়ে, আসবে ঝান্ডা নিয়ে আসবে, ব্লক অফিসের সামনে গর্ত খুঁড়বে । কেউ ব্যাগরা দিতে সামনে এলে সেই গর্তে তাকে ভরে যা করার করবে।'


আরও পড়ুন, উদয়ন গুহ-র নকল করে ভাইরাল দিনহাটার যুবক !


'একটাও আসন পাবে না বাম তথা বিরোধীরা'


সভা শেষে এদিন বামেদের একটি প্রতিনিধি দল এলাকার উন্নয়ন, এক'শ দিনের বকেয়া মজুরি, দুর্নীতির তদন্ত-সহ একগুচ্ছ দাবিতে বিডিওর হাতে স্মারকলিপি দেন। পাশাপাশি বামেদের এই কর্মসূচিকে আমল না দিয়েই কেন্দ্রা অঞ্চল তৃণমূল সভাপতি যমুনা ধীবর জানান, 'আগামী পঞ্চায়েত ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভায় একটাও আসন পাবে না বাম তথা বিরোধীরা।'