Flipkart Sale: সম্প্রতি গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের (Amazon Great Freedom Festival Sale) কথা ঘোষণা করেছে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) কর্তৃপক্ষ। আগামী ৫ অগস্ট এই সেল শুরু হবে এবং শেষ হবে ৯ অগস্ট। প্রায় একই সময়ে ফ্লিপকার্টও (Flipkart) ঘোষণা করেছে বিগ সেভিং ডেজ সেল (Big Saving Days Sale)। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অ্যামাজনের মতো সেল দিতে চলেছে ফ্লিপকার্টও। এই সেল শুরু হবে ৪ অগস্ট এবং শেষ হবে ৯ অগস্ট। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি টিজার। সেখানে সেইসব ফোনের নাম দেখা গিয়েছে যেগুলোর দামে ছাড় থাকতে চলেছে ফ্লিপকার্টের সেলে। 


ফ্লিপকার্টে বিগ সেভিং ডেজ সেলে কোন কোন ফোনের দামে ছাড় থাকতে চলেছে



  • ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১৪ এবং আইফোন ১১ পাওয়া যাবে অনেকটা কম দামে। বর্তমানে আইফোন ১৪- র দাম ফ্লিপকার্টে ৬৮,৯৯৯ টাকা। অন্যদিকে আইফোন ১১- র দাম ফ্লিপকার্টে ৪১,৯৯৯ টাকা। এর থেকে আরও অনেকটা কম দামে এই দুই ফোন পাওয়া যাবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট। 

  • একাধিক ৫জি ফোনে ফ্লিপকার্টে এই সেলে ব্যাপক ছাড় দেওয়া হবে বলে শোনা যাচ্ছে, তবে নির্দিষ্ট ফোনের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে আইফোন ১৪ প্লাস মডেলের দামে ছাড় পাওয়া যাবে ফ্লিপকার্টের এই সেলে। গতবছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হলেও বিক্রি খুব একটা ভাল হয়নি। তাই আইফোন ১৪ প্লাস মডেলের দামে ছাড় দিতে চলেছে ফ্লিপকার্ট। 

  • আইফোন ছাড়াও তালিকায় রয়েছে অন্যান্য ফোন। স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস যার বর্তমান দাম ফ্লিপকার্টে ৫৯,৯৯৯ টাকা, তা আরও অনেকটা কম দামে পাওয়া যাবে। এছাড়াও রয়েছে গুগল পিক্সেল ৬এ, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এবং আরও অনেক ফোন। তবে কোন ফোনের দামে কতটা ছাড় থাকবে, কী কী আকর্ষণীয় ডিল থাকবে, কী কী অফার থাকবে তা এখনও বিশদে জানা যায়নি। ব্যাঙ্ক অফার প্রসঙ্গেও ফ্লিপকার্ট এখনও কিছু জানায়নি। 


অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল


যাঁদের স্মার্টফোন কেনার পরিকল্পনা রয়েছে তাঁরা এই সেলে নতুন ফোন কিনতে পারেন কারণ থাকতে চলেছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। Blockbuster Deals, Grand Opening Deals, 8pm Deals, Deals Under Rs. 999, Price Crash Store- এই পাঁচটি ক্যাটেগরিতে চলবে সেল। শুধু ফোন নয় ছাড় থাকতে চলেছে ট্যাব এবং ল্যাপটপের দামেও। অনেকটা কম দামে কেনা যেতে পারে স্মার্ট টিভি। ফোন, ট্যাব, ল্যাপটপের পাশাপাশি অডিও ডিভাইস, ওয়ারেবল ডিভাইস এবং ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজও অনেকটা কম দামে কিনতে পারবে ক্রেতারা। থাকবে অনেক অফার। এমনটাই অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- ৭০০০ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন, ভারতে লঞ্চ হল Lava Yuva 2