Redmi Note 12 5G: নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে রেডমির (Redmi Smartphone) নতুন ফোন। আগামী ৫ জানুয়ারি লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে নতুন রেডমি নোট ১২ সিরিজের ফোনগুলির টিজার প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, রেডমি নোট ১২ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপরের বর্ডারের অংশে মাঝ বরাবর একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনের ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের হবে। রেডমি নোট ১২ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার কথাও শোনা গিয়েছে। অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের টিজার দেখা যাওয়ার ফলে অনুমান লঞ্চের পর এই ই-কমার্স সংস্থা থেকেই রেডমি নোট ১২ ৫জি ফোন কেনা যাবে। চিনের অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হয়েছে। চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের অনেক মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। 


রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশন


শাওমি সংস্থা জানিয়েছে, চিনে তারা লঞ্চ করবে রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশন। জানা গিয়েছে, রেডমি কে৬০ সিরিজের সঙ্গেই লঞ্চ হবে এই ফোন। রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ২৭ ডিস্মেবর চিনে লঞ্চ হবে এই ফোন। এখানে থাকবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন পরিচালিত হবে MIUI 14- এর সাহায্যে। শাওমির এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকবে। 


স্যামসাংয়ের নতুন ফোন 


নতুন বছরের শুরুতেই ভারতে বেশ কিছু ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- ওয়েবসাইটে ঢুকলেও হতে পারেন প্রতারণার শিকার,কীভাবে বুঝবেন আসল-নকল ?