Airtel Postpaid Plan: টেলিকম সংস্থাগুলি বেশিরভাগই এই কয়েক মাসেই তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছে, বেড়েছে সাধারণ মানুষের খরচ। তবে জিও এবং এয়ারটেল কিছু কিছু প্ল্যানের দাম (Mobile Recharge) ফের কমিয়েছে। এবারে এয়ারটেল এমন একটি রিচার্জ প্ল্যান (Airtel Recharge) নিয়ে এসেছে যেখানে পোস্ট পেইড গ্রাহকদের খুবই সুবিধে হবে। এতে একসঙ্গে দুটি সিমে ডেটা, ভয়েস কলের সুবিধে (Airtel Postpaid Plan) পাবেন। আরও কী সুবিধে রয়েছে এই রিচার্জ প্ল্যানে ?


কী কী বিশেষ ফিচার্স রয়েছে এই রিচার্জ প্ল্যানে


এই এয়ারটেলের রিচার্জ প্ল্যান অনেক সস্তায় অনেক সুবিধে দেবে গ্রাহককে। এই প্ল্যানে একইসঙ্গে দুটি সিমে পোস্ট পেইডে ডেটা ও ভয়েস কলের সুবিধে পেতে পারেন আপনি। শুধু তাই নয়, এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা আমাজন প্রাইম ভিডিয়ো এবং ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। এতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল, ডেটার সুবিধে এবং আরও অনেক ফিচার্স। এই রিচার্জ প্ল্যানের খরচ পড়বে ৬৯৯ টাকা। এটি আদপে এয়ারটেলের ফ্যামিলি প্ল্যান। আর তাই এই প্ল্যানে গ্রাহকরা একটি অতিরিক্ত সিম ব্যবহার করার সুবিধে পান। এসটিডি কল ও লোকাল কলের ক্ষেত্রেও আনলিমিটেড সুবিধে পাবেন, পাবেন রোমিংয়ের ক্ষেত্রেও আনলিমিটেড সুবিধে। এতে প্রত্যেক গ্রাহক দিনে ১০০টি মেসেজ করার সুবিধে পাবেন।


দুটি ওটিটির সাবস্ক্রিপশনও পাবেন গ্রাহক


ডেটার সুবিধের কথা বলতে গেলে গ্রাহকরা এই স্কিমের মাধ্যমে ৭৫ জিবি ডেটা পাবেন, এতে আবার রোল ওভারের সুবিধে আছে। আর এই প্ল্যান নিলে গ্রাহকরা বিনামূল্যেই দুটি গুরুত্বপূর্ণ ওটিটি আমাজন প্রাইম ভিডিয়ো এবং ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন। সঙ্গে পাবেন উইঙ্ক মিউজিকের প্রিমিয়াম ভার্সনও।


সম্প্রতি বিএসএনএল সংস্থা তাদের একটি প্ল্যানে মনসুন বোনাজা অফারের জন্য ১০০ টাকা দাম কমিয়েছে। এটি মূলত ব্রডব্যান্ড ফাইবার ইন্টারনেট পরিষেবার প্ল্যান যেখানে আগে তিন মাসের জন্য ৪৯৯ টাকা প্রতি মাসে দিতে হত, সেখানে এখন দিতে হবে ৩৯৯ টাকা প্রতি মাসে। এর মাধ্যমে আপনি পাবেন ৩৩০০ জিবি ডেটা।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: BSNL Recharge: ১০০ টাকা কমে গেল BSNL-এর এই রিচার্জ প্ল্যান, টাকা লাগবে না প্রথম মাসে